কবে ইংরেজরা বানিজ্যের সুবিধা পায়? 

১৬৯১ সালে সম্রাট আওরঙ্গজেবের ফরমান অনুসারে বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে ঈষ্ট ইণ্ডিয়া কোম্পানী বাণিজ্যের সুবিধা পায়। ১৬৯৮ সালে ইংরেজরা আওরঙ্গজেবের পৌত্র ও মুঘল সুবেদার আজিম উশ সানের কাছ থেকে বার্ষিক ১৩০০ টাকা খাজনায় গোবিন্দপুরে, কলিকাতা ও সতানটি গ্রামের ইজারা পায়। 

Post a Comment

أحدث أقدم