১৮ তম নিবন্ধন পরীক্ষা ও রেজাল্ট দেখার লিংক

১৮ তম শিক্ষক নিবন্ধন বাছাই পর্ব অর্থাৎ প্রিলি পরীক্ষা  গত ১৫ মার্চ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়।এতে স্কুল ও স্কুল-২ এবং কলেজ পর্যায়ে ১৮ লাখের বেশি প্রতিযোগী নিবন্ধনে দরখাস্ত করে। বিগত নিবন্ধন (১৭ তম) পরীক্ষায়  ১১ লাখের বেশি নিবন্ধন প্রার্থী আবেদন করে। ১৮তম নিবন্ধন পরীক্ষা  দেশের ৮ টি বিভাগের ২৪ বৃহত্তর জেলায় একযোগে  অনুষ্ঠিত হয়। শিক্ষকতার মত মহান এক কাজকে পেশা হিসেবে বেছে নিতে এই বিপুল  প্রতিযোগিতা। 


১৮ তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট 

১৮ তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ১৫ ই মে ২০২৪ সালে প্রকাশিত হয়েছে। স্কুল-২ তে ২৯৫১৬ জন আর স্কুল পর্যায়ে ২২১৬৫২ জন,কলেজ পর্যায়ে ২২৮৮১৩ জন মোট ৪৭৯৯৮১ জন পাশ করেছে।

১৮ তম নিবন্ধন রেজাল্ট দেখবেন কিভাবে? 

১৮ তম নিবন্ধন পরীক্ষার প্রিলির রেজাল্ট দেখতে ক্লিক করুন নিবন্ধন রেজাল্ট 


১৮ তম নিবন্ধন  লিখিত পরীক্ষা কবে?

যারা ৪০ বা তার অধিক নাম্বার পেয়ে উত্তীর্ণ হবেন তারাই কেবল নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ধারণা করা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি পরীক্ষা হতে পারে  ইতোমধ্যে নিবন্ধন রিটেন পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। 


১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার রেজাল্ট


Post a Comment

أحدث أقدم