প্রথম মুসলিম নারী শাসক কে?


মুসলিম শাসনের ইতিহাসে প্রথম মুসলিম নারী শাসকের নাম আরওয়া বিনতে আহমেদ  আল সুলাইহি।তিনি ১০৬৭ থেকে ১১৩৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ইয়েমেন শাসন করেন। আরওয়া বিনতে আহমেদ ছোটকালে পিতা মাতাকে হারান এবং তার চাচার কাছেই তিনি বড় হন পরবর্তীতে তার চাচাতো ভাইয়ের সাথেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হউন।স্বামীর মৃত্যুর পর ইয়েমেনের শাসনভার গিয়ে পড়ে  আরওয়া বিনতে আহমেদের উপর। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এতটুকু বলা যায় যে তিনি ছিলেন মুসলিম শাসকদের  ইতিহাসে প্রথম মুসলিম নারী শাসক। উনিশ শতকের ইতিহাসবিদ ইয়াসিন আল খাতিব বলেন তিনি জানতেন কিভাবে দেশ শাসন করতে হয়।তার বুদ্ধি ও কৌশল দিয়ে তিনি দীর্ঘ সময় ধরে ইয়েমেন শাসন করেছিলেন 


ইসলামের ইতিহাসের দ্বিতীয় নারী শাসকের নাম সুলতানা তারকেন খাতুন। সুলতানা তার্কেন খাতুন ছিলেন  প্রথম মালেক শাহের স্ত্রী যিনি ছিলেন ফেসবুক সাম্রাজ্যের সুলতান। সুলতানা তারকেন খাতুন এর পিতার নাম ছিল তমগাছ খান ইব্রাহিম। 

স্বামীর মৃত্যুর পর ১০৭২ সাল থেকে ১০৯২ সাল পর্যন্ত সেলজুক সাম্রাজ্যে শাসন করেন।


 মুসলিম ইতিহাসের তৃতীয় নারী শাসকের নাম 

উম্মে খলিল ইসমাতুদ্দিন সাজারাতুদ্দুর ছিলেন ।মিশরের  আইয়ুবীয় রাজবংশের  শাসক মালিক সালিহ আইয়ুবের স্ত্রী এবং শাহজাদা খলিলের মা।১২ নভেম্বর ১২৪৯ সালে স্বামীর মৃত্যু হয়।সুলতানের ছেলে তুরানশাহ সম্রাট হয়। কিন্তু সে ছিলো মদ্যপ ও অসৎ। বিদ্রোহীদের হাতে নিহত হউন। অনেক নাটকীয়তার পর ২ মে ১২৫০ সালে   তিনি মিশর শাষনভার পান। ২৮ এপ্রিল ১২৫৭ সালে এই মহীয়সী নারী নিহত হউন বিদ্রোহীদের হাতে।



আর আমাদের ভারত উপমহাদেশের প্রথম মুসলিম নারী শাসকের নাম রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানার জন্ম ১২০৫  সালে  ও মৃত্যু ১২৪০ সালে।১২৩৬ -১২৪০ সাল পর্যন্ত তিনি দিল্লি শাসন করেন।


প্রথম মুসলিম নারী শাসক




Post a Comment

أحدث أقدم