বৃষ্টি কম হওয়ার কারণ কী?

অনাবৃষ্টি বা বৃষ্টি না হওয়ার কারণ জানার পূর্বে আমরা জানবো বৃষ্টি কেন হয়? নদী নালা মাটি ও সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে বায়ুমন্ডলে মিশে বায়ুকে আর্দ্র করে তোলে।আর্দ্র বায়ু বায়ুমন্ডলের ট্রপোস্ফেয়ারে গিয়ে ঘনীভূত হয়।ট্রপোমণ্ডলের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা গ্রীষ্মকালের ভূপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে কম।জল ঘনীভূত হয়ে ভারী  হয় অবশেষে বৃষ্টি নামে।এটাকে পানি চক্র বলে।এবার আসা যাক কেন বৃষ্টি হচ্ছে না।কেন দিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কমছে।বৈশাখ মাস ঝড় বা বৃষ্টি কোনোটাই হচ্ছে না কেন দেশে।আমি এখানে আবহাওয়া বিজ্ঞানের টার্মগুলো ব্যবহার না করে সহজে আমজনতার ভাষায় বলবো।

অনাবৃষ্টির ও খরার কারণ 

বৃষ্টি না হওয়ার দুটো কারণ দেয়া হলো।

১. গ্লোবাল ওয়ার্মিং: আবহাওয়া ও জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন অনাবৃষ্টির জন্য দায়ী। এতে পানিচক্র ব্যহত হয়।আর্দ্র বায় বায়ুমন্ডলের উচ্চ চাপের কারণে উপরের দিকে উঠতে পারে না। আর্দ্র বায়ুর তাপমাত্রা বাড়তে থাকে।যার ফলে বাতাস গরম হয়ে উঠে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়ে ও পানিচক্র ব্যহত হয়।তাই কিছু কিছু প্রচুর বৃষ্টিপাত ও বন্যা হয় আর কিছু কিছু অঞ্চলে খরা দেখা দেয়।মাটি শুকিয়ে যায়।গাছ-পালা মারা যায়।বৃষ্টি হয় মরুভূমি। 


২. ভূপৃষ্ঠে পানির স্বল্পতা: নদী-নালা, খাল-বিল ও পুকুর ভরাটের ফলে পানি  নাই হয়ে যাচ্ছে। যতটুকু আছে ততটুকুও শুকিয়ে যাচ্ছে। বায়ুমন্ডলে স্বাভাবিক পানিচক্র না হওয়ায় দিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কমছে।বায়ুমন্ডল আর্দ্র বাতাস পূর্ণ থাকায় বাতাস প্রবাহ থমকে আছে।ফলে ঝড় ও বৃষ্টি কোনোটার দেখা মিলছে না।


ঝড় বৃষ্টি না হলে পৃথিবীর ভবিষ্যত কী?

১. মাটি শুকিয়ে যাবে।

২. নদী-নাল পানি শূন্য হবে।

৩. গাছপালা মারা যাবে।

একসময় পৃথিবীর কোথাও অতিমাত্রায় বন্যা দেখা দিবে।অপর অঞ্চলে তীব্র তাপদাহ ও খরা চলবে।


অনাবৃষ্টি বা বৃষ্টি না হওয়ার কারণ কী?



Post a Comment

أحدث أقدم