পৃথিবীর সবচেয়ে দামি ফল


আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি?আর তার দাম কত? পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম ইউবারি মেলন। এক ধরনের তরমুজ। যার ভেতরটা দেখতে মিষ্টি কুমড়ার মত।আর স্বাদ কমলা লেবুর মত।পৃথিবীর সবচেয়ে দামি ইউবারি মেলনের (Yubari Melon) প্রতি কেজির দাম ২০ লক্ষ টাকা। ধনী কোটিপতি ছাড়া অন্যকারর কেনার সাধ্য নাই।২০০৮ সালে এক জোড়া ইউবারি তরমুজ ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন ৩১ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল ।এই ফলটি জাপানে উৎপাদন হয়। কিন্তু সহজলভ্য নয়।সব পরিবেশে উৎপাদন সম্ভব নয়।ফলটি উৎপাদন হতে ১০০ দিন সময় লাগে।আগ্নেয়গিরি হতে সৃষ্ট মাটি ও বহুল বৃষ্টিপাত অঞ্চল ইউবারি মেলন চাষের উপযোগী। ইউবারি মেলন নামের এই বিশেষ ধরনের তরমুজটি জাপানের দ্বীপ অঞ্চল হোক্কাইডোতে চাষ হয়।


পৃথিবীর সবচেয়ে দামি ফল
Yubari Melon


Post a Comment

أحدث أقدم