বিসিএস সাধারণ জ্ঞান পৃথিবীর বিখ্যাত স্থানসমূহ


সকল প্রশ্নের উত্তর শেষে দেয়া হলো

বৃটেনের প্রশাসনিক সদর দপ্তর কোনটা?

ক. বুশ হাউজ 

খ. মার্বেল চার্চ

গ.  হোয়াইট হল

ঘ. ওয়েস্ট মিনিস্টার এ্যাবে


ট্রয় নগরী কোথায় অবস্থিত? 

 ক. প্যারিস

খ. লন্ডন 

গ. ডালাস

ঘ. নিউইয়র্ক 


ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? 

ক. লন্ডন

খ. হংকং

গ. মস্কো

ঘ. নিউইয়র্ক 


পবিত্র ভূমি বলা হয় কাকে?

ক. জেদ্দা 

খ. জেরুজালেমে 

গ. তাইফ

ঘ. মক্কা 


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায়? 

ক. পেন্টাগন

খ. ক্যালিফোর্নিয়া

গ. ওয়াশিংটন 

ঘ. জ্যাকসান হাইট


কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার না কী?

ক. লন্ডন  হাউজ 

খ. দিয়ে চেকার্স

গ. মার্লবোরো হাউজ

ঘ. মার্বল চার্চ


চির শান্তির শহর কোনটা?

ক. রোম 

খ. ভেনিস

গ. লন্ডন

ঘ. নিউইয়র্ক 


১০ নং ডাউনিং স্ট্রীট আসলে কী?

উত্তর: বৃটেনের প্রধানমন্ত্রীর সরকারি  বাসভবন


ফকল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? 

ক. ভূমধ্যসাগর

খ. দক্ষিণ আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. আরব সাগর


আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক. রোম

খ. প্যারিস

গ. ডালাস

ঘ. নিউইয়র্ক


আইফেল টাওয়ার এর উচ্চতা কত?

ক. ৭৮৫ ফুট

খ. ৮৭৮ ফুট

গ. ৯৮৫ মিটার

ঘ. ৯৮৫ ফুট


পোর্ট ব্লেয়ার দ্বীপ কোথায় অবস্থিত?

ক. আরব সাগর

খ. প্রশান্ত মহাসাগর

গ. বঙ্গোপসাগর

ঘ. প্রশান্ত মহাসাগর


ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত?

ক. মস্কো 

খ. ডালাস

গ. প্যারিস

ঘ. হংকং



উত্তর: ওয়েস্টমিনস্টার এ্যাবে, প্যারিস, লন্ডন, জেরুজালেম, পেন্টাগন,  মালবেরো হাউজ, রোম, দক্ষিণ আটলান্টিক মহাসাগর,প্যারিস, ৯৮৫ ফুট,বঙ্গোপসাগর,প্যারিস



 

Previous Post Next Post