মান মন্দির কী 

আমরা বই-পুস্তকে পড়েছি গ্রিনিচ মান মন্দির বা সময় থেকে বাংলাদেশ সময় +৬ ধরা হয়। প্রথমে জেনে নেয়া যাক মান মন্দির আসলে কী?

মান মন্দির হলো আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার যেখানে  পৃথিবী,  মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান,  জলবায়ু ও ভূতত্ত্ব নিয়ে পর্যবেক্ষণ করা হয়।যেমন গ্রিনিচ মান মন্দির। গ্রিনিচ মান মন্দির হলো আন্তর্জাতিক মান মন্দির। যেটা লন্ডনের গ্রিনিচ পার্কের চূড়ায় অবস্থিত।১৬৭৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস  এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।১৮৮৪ সালে এক আলোচনার মাধ্যমে স্থির হয় যে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে রেখা অতিক্রম করেছে সেটাই হবে মূল দ্রাঘিমারেখা  মূল মধ্যরেখা।কারণ হলো। এই মান মন্দিরেরর দ্রাঘিমগত মান O অর্থাৎ এর উপর মূলমধ্যরেখা গেছে ৷ ফলে দিক নির্ণয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান। কারণ মূল মেডিট্রেরিয়ান এর মধ্য দিয়ে চলে গেছে।


মান মন্দির কী ও মান মন্দিরের রহস্য


Previous Post Next Post