রেফ্রিজারেশন কী ও কত প্রকার?
রেফ্রিজারেশন বলতে কি বোঝায়?
উত্তর: যে পদ্ধতিতে কোন আবদ্ধ স্থান বা বস্তুকে শীতল করে তার শীতলতা বজায় রাখা হয় তাকে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে।
রেফ্রিজারেশন এর প্রয়োগক্ষেত্র
সাবমেরিন, জাহাজ, রকেট,এয়ারক্রাফট, রোটারি কম্প্রেসর,গ্যাস টারবাইন। শিল্প কলকারখানাতে,হাসপাতাল ও গবেষণাগারে,খাদ্য ও বীজ মজুদ করতে রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হয়।
বিভিন্ন প্রকার এসি
ক. সেন্ট্রাল এয়ার কন্ডিশনার
খ. পোর্টেবল এয়ার কন্ডিশনার
গ. ক্যাসেট এয়ার কন্ডিশনার
ঘ. স্পিলিট এয়ার কন্ডিশনার
ঙ. উইন্ডোজ এয়ার কন্ডিশনার
চ. ফ্লোর মাউন্টেড এয়ার কন্ডিশনা
রেফ্রিজারেন্ট এর বৈশিষ্ট্য গুলো কী কী
উত্তর: Refrigerant এর বৈশিষ্ট্য
ক.নিম্ন গলানংক বিশিষ্ট।
খ.উচ্চ ক্রিটিকেল তাপমাত্রা।
গ. ভেপোরাইজেশনের ক্ষেত্রে উচ্চ সুপ্ততাপ বিশিষ্ট।
ঘ.তরলের নিম্ন আপেক্ষিক তাপ।
ঙ. ভেপারের ক্ষেত্রে নিম্ন আপেক্ষিক আয়তন হবে।
চ. নন-করোসিভ মেটাল
ছ. বিস্ফোরণ যোগ্য নয়।
জ. দহনযোগ্য নয়।
ঝ. বিষাক্ত নয়
ঞ.তেলের সাথে সহজে মিশে যায়।
রেফ্রিজারেন্ট কোনগুলো?
নিম্নে কয়েকটি রেফ্রিজারেন্ট এর নাম দেয়া হলো।
ফ্রেয়ন, অর্কটন,আইসোট্রন,R-10,R-12,R-22,CCL২F২,অ্যামোনিয়া,SO২,CO২
কয়েকটি CFC মুক্ত হিমায়ক বা রেফ্রিজারেন্ট কোনগুলো?
উত্তর:R-122,R-123,R-124,R-125,R-134a
CFC যুক্ত হিমায়কের নাম
ক.R-10,R-12,R-22,NH3
টন অব রেফ্রিজারেশন কাকে বলে?
উত্তর: এক টন বরফকে ২৪ ঘন্টায় গলাতে যে পরিমান রেফ্রিজারেশন ইফেক্ট উৎপন্ন হয় তাকে টন অব রেফ্রিজারেশন।
রেফ্রিজারেক্টিং ইফেক্ট কাকে বলে?
উত্তর: কোন হিমায়িত স্থান হতে একক ভরের হিমায়ক যে পরিমান তাপ শোষণ করে তাকে রেফ্রিজারেক্টিং ইফেক্ট বলে।
ভেপার কম্প্রেশন হিমায়ন পদ্ধতির মূল উপাংশগুলো কী কী?
উত্তর: কম্প্রেসর, কনডেনসার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর।
কনডেনসার কেন ব্যবহার করা হয়?
কনডেনসার কয়েল আকারে পাইপ দিয়ে তৈরি।রেফ্রিজারেশন সাইকেলে রিভারসিবল কন্টেস্ট প্রেসার প্রসেসে রেফ্রিজারেন্টে তাপ বর্জন করে প্রথমে ঠান্ডা পরে হিমায়িত করে সম্পৃক্ত তরলে পরিনত করে।
COP কপ কাকে বলে?
COP এর পূর্ণ অর্থ Coefficient of Performance. রেফ্রিজারেটিং ইফেক্ট ও কম্প্রেসর ওয়ার্ক এর অনুপাতকে কপ বলে।
একটন অব রেফ্রিজারেশন সমান ২১১ kj/min
Hp/ton of refrigeration 4.65 cop
একটি ডোমেস্টিক রেফ্রিজারেটর বা বাসা বাড়ির রেফ্রিজারেটর এর কুলিং ক্যাপাসিটি কত?
উত্তরঃ ০.১ থেকে ০.৩ টন
Leave a Comment