মর্গ্যান ফ্রিডম্যান (Morgan Freeman) এর পরিচয় 

মর্গ্যান ১৯৩৭ সালের পহেলা জুনে আমেরিকাতে জন্মগ্রহণ করেন।তিনি পেশায় একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বক্তা,উপস্থাপক।তিনি তার ভরাট দৃঢ় কন্ঠের জন্য বিখ্যাত। মর্গ্যান কিছু সময় আমেরিকার এয়ার ফোর্সে চাকরি করেছেন। মর্গান বিখ্যাত কিছু অনুসন্ধানমূলক ডকুমেন্টারিতে কাজ করেছেন। যেমন, The Story of God,শয়তান,স্বর্গ-নরক,ধর্ম ও জীবন সম্পদ আরো অজানা অনেক কিছুর প্রশ্নের উত্তর খুজে বের করার চেষ্টা করেছেন।মর্গ্যান ফ্রিম্যান কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে  গনিম আল মুফতাহ এর সাথে উপস্থিত থেকে ইতিহাস রচনা করেন।  আসুন তবে Morgan freeman এর বিখ্যাত কিছু উক্তি জেনে নিই।

দি স্টোরি অব গড এর উপস্থাপক মর্গ্যান ফ্রিম্যান এর বিখ্যাত উক্তিসমূহ




 মর্গান ফ্রিম্যান এর উক্তিসমূহ


" কিভাবে অনড় থাকতে হয় শিখে সত্যি সত্যি অনড় থাকুন। এই দৃঢ়তা একদিন উজ্জ্বল দীপ্ত হয়ে উঠবে।"


"লোকেরা শুনে বলে যে আমি বিনয়ী।আমি বিনয়ী নয়।তবে আমার আমার কাজে সত্যবাদী।"


"আলাদা হবেন এ কারণে আলাদা কিছু খুজবেন না।সত্যি যদি আলাদা কিছু খুঁজে পান তবে সেইভাবে কাজ করুন। নিজের প্রতিভা প্রকাশ করুন।"


"যদি আপনি স্বপ্ন দেখেন তবে এই স্বপ্ন দেখতে হবে এটা ঘটতে যাচ্ছে। মনে রাখবেন যদি আপনি আপনি স্বপ্ন দেখেন তাহলে ভাবতে হবে বাস্তবে এটা ঘটবে।"


"নিজেকে চ্যালেন্জ করুন। কারণ  বড় হওয়ার এটাই একমাত্র পথ।"


"ক্লান্তি,অসস্তি,নিরুৎসাহ চেষ্টার বড় বাঁধা। "


"যে কোন পেশাকে  সহজ করে নিতে হবে।"


"আপনি যা-কিছু তাতে ভীত হবেনা। দেখবেন বাঁধা কমে যাচ্ছে। "

"আপনি যা করবেন তা বিশ্বাসের সাথে করবেন।

Previous Post Next Post