Ruma Modak
রুমা মোদক একজন কথাসাহিত্যিক, নাট্যকার ও থিয়েটারকর্মী। রুমা মোদকের জন্ম ৭ মে ১৯৭০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে "বাংলা ভাষা ও সাহিত্য" নিয়ে পড়েছেন।এখন পর্যন্ত কথাসাহিত্যিক রুমা মোদকের ১০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থগুলো
১ টি কাব্যগ্রন্থ
নির্বিষঙ্ক অভিলাষ
বিশাকা প্রকাশনী থেকে প্রকাশিত ২০০২ সালে।
৬ টি ছোট গল্প সংকলন
ব্যবচ্ছেদের গল্পগুলি, প্রসঙ্গটি বিব্রতকর, গোল, নদীর নাম ভেড়ামোহনা, এইসব প্রেম মোহ, সেলিব্রেটি অন্ধকারের রোশনাই
২ টি নাট্য সংকলন
অন্তর্গত, মুক্তিযুদ্ধের তিনটি নাটক
১ টি মুক্তিযুদ্ধের ইতিহাস
মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস ( হবিগঞ্জ জেলা)
এপর্যন্ত রুমা মোদকের ২০ টি নাটক মঞ্চায়িত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ জগতজ্যোতি দাসকে নিয়ে রচিত নাটক "জ্যোতিসংহিতা" তার বিখ্যাত নাটকগুলোর একটি।
রুমা মোদক এর ফেসবুক লিংক
No comments:
Post a Comment