সাধারণ জ্ঞান বিজ্ঞান বিভাগ
দৈনন্দিন বিজ্ঞান
জুনিয়র ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টরসহ সকল সরকারি চাকরির প্রস্তুতিতে দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান
পিতলের মূল উপাদান কী?
উত্তর: তামা ও দস্তা
সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কী?
উত্তর: জীপসাম
অ্যালুমিনিয়াম সালফেটকে কী বলে?
উত্তর: ফিটকিরি
পানির চেয়ে হালকা কোন ধাতু?
উত্তর: সোডিয়াম
স্টেইনলেস স্টীল বা এসএস স্টীলের অন্যতম উপাদান কী?
উত্তর: ক্রোমিয়াম
ড্রাই আইস তৈরিতে ব্যবহার হয় কোনটা?
উত্তর: কার্বন ডাই অক্সাইড
কোন পদার্থের স্থিতিস্থাপকতা বেশি?
উত্তর: ইস্পাতের
তুঁতে পানি থাকে কত অনু?
উত্তর: ৫ অনু।
সৌরকোষে কি ব্যাবহার হয়?
উত্তর: সিলিকন
হাইপো এর রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম থায়োসালফেট
ফটোগ্রাফিক প্লেটে কী থাকে?
উত্তর: সিলভার ব্রোমাইডের আবরণ থাকে।
মাটিতে নাইট্রোজেন আবদ্ধ রাখতে কোনটা সাহায্য করে?
উত্তর: ক্যালসিয়াম মৌল
সাজিমাটি কী?
উত্তর: সোডিয়াম কার্বনেট
আয়নার পিছে কোন ধাতু ব্যবহার হয়?
উত্তর: সিলভার
প্লাস্টার অব প্যারিস কী?
উত্তর: এক অনু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অনুকে।
মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর: তামা
No comments:
Post a Comment