পিএসসি নির্ধারিত সাহিত্যিক কায়কোবাদ সম্পর্কে বিভিন্ন নিয়োগ পরিক্ষার প্রশ্ন
কায়কোবাদের প্রকৃত নাম কী?
উত্তর: কাজেম আল কোরেশি
কোন ঘটনাকে অবলম্বন করে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়?
উত্তর: পানি পথের তৃতীয় যুদ্ধ
বাঙালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
উত্তর: কায়কোবাদ
কায়কোবাদ রচিত কবিতার নাম কী?
উত্তর: বাংলা আমার
কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কী?
উত্তর: আনন্দ, বিরহ,প্রেম-বেদনা,আবেগ
কায়কোবাদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের নাম
মহাশ্মশান,অশ্রু মলা,বিরহ,বিলাপ,কুসুমকানন,শিব মন্দির,অমিয়ধারা
কায়কোবাদ কত সালে মারা যান?
উত্তর: ১৯৫১ সালে
কায়কোবাদ কত সালে জন্ম গ্রহণ করেন?
উত্তর: ১৮৫৭ সালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন