কাজী নজরুল ইসলাম - বিগত সালের নিয়োগ প্রশ্ন 


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিগত সালের সরকারি চাকরির পরীক্ষায় আস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো। কাজী নজরুল ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রায় বিভিন্ন নিয়োগ পরিক্ষায় কমন আসে।

কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসে?
উত্তর: ১৩ বার।


কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।

নজরুল রচিত উপন্যাসের নামগুলো কী কী?
উত্তর: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা


নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কী কী?

উত্তর: শিউলী মালা, ব্যাথার দান, রক্তের বেদন

কাজী নজরুল কোন সালে প্রথম ঢাকায় আসেন?

উত্তর: ১৯২৬ সাল


কাজী নজরুল কোন সালে জন্মগ্রহণ করেন? 
উত্তর: ১৮৯৯ সালে


বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?

কাজী নজরুল  ইসলাম 



কবি নজরুল তার কোন কবিতার জন্য গ্রেফতার হউন?
উত্তর: আনন্দময়ীর আগমনে 

কাজী নজরুলকে রবীন্দ্রনাথ তার কোন বই উৎসর্গ করেছেন?

উত্তর: বসন্ত 


নজরুল তার কোন লেখা বই রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছে? 
উত্তর: সঞ্চিতা

নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী? 

উত্তর: ব্যাথার দান (১৯২২) 

নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? 

উত্তর: মুক্তি


নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: অগ্নিবীণা 


নজরুল রচিত কাব্যগ্রন্থের নাম

সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, অগ্নিবীনা, বিষের বাঁশি, প্রলয় শিখা,সাত ভাই চম্পা, সিন্দুহিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, মরু ভস্কর
 শেষ সওগাত, সাম্যবাদী, ঝিঙেফুল, দোলন চাঁপা।






Previous Post Next Post