Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৭/১২/২০২১

মাইক্রোপ্রসেসর কাকে বলে?

 মাইক্রো প্রসেসর কী

কম্পিউটার এর ব্রেইন কোনটা

মাইক্রোপ্রসেসর হলো এক ধরনের সেমিকন্ডাক্টর চিপ যা কম্পিউটারের সিপিউতে অবস্থান করে।এর প্রধান কাজ হলো কম্পিউটারে ইনপুট হিসাবে প্রেরিত উপাত্তগুলোকে তথ্যে পরিণত করার জন্য নির্দেশ প্রদান করা।গাণিতিক কাজ সনাক্তকরণ অথবা মেমোরিতে জমাকরণ।এক কথায় কম্পিউটার এর সকল কাজের উৎস হলো মাইক্রোপ্রসেসর। এজন্য একে কম্পিউটার এর ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।মাইক্রোপ্রসেসর এর গতির উপর কম্পিউটার এর গতি অনেকটা নির্ভর করে।