মেঘের ওজন

মেঘের ওজন নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপর। আকার,আয়তন ও ঘনত্ব। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ছোট একটি মেঘে প্রায় ৫০০ টন জল থাকতে পারে। আর যেসকল মেঘে বজ্রপাত পাত হয় বা বেশি বৃষ্টিপাত হয় সে সকল মেঘে ৫০০০০০ টন জল থাকতে পারে।

তো মেঘের এতো ওজন তবুও কেন মেঘ আমাদের মাথার উপর ভেঙে পড়ে না?

কারণ হলো মেঘের মধ্যে থাকা জলের কণাগুলো খুবই ছোট ও হালকা।এত ছোট ও হালকা যে  মেঘের নিচে থাকা বাতাস ভেদ করে একবারে সব মেঘ বা জল পড়ে যেতে পারে না।বাতাসের বেগে মেঘ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়।যখন মেঘ ভারি হয়ে বাতাস ভেদ করে মধ্যাকর্ষণ টানে পৃথিবীতে পড়তে থাকে তখন প্রতি সেকেন্ডে এক সেমি হারে বৃষ্টি পাত হয়ে থাকে।

Previous Post Next Post