আকাশ কেন নীল
মেঘমুক্ত আকাশকে আমরা নীল দেখি।বেশির
ভাগ সময় আমাদের চোখ আকাশকে নীল দেখে এর কারণ কী।
অনেকে মনে করে আকাশ নীল হওয়ার কারন সমুদ্রের রিফ্লেশন। কিন্ত ধারণাটি সত্য নয়।
আকাশ নীল হওয়ার আসল কারণ
সূর্য্য টাকু আকৃতির (স্পিন্ডল) সাদা আলো নিক্ষেপ করে যার মধ্যে লাল থেকে বেগুনি আলো পুঞ্জিভূত থাকে। এবং এই আলো বায়ুমন্ডলের সাথে সংঘর্ষের ফলে অনু-পরমাণু,জলকণা,ধূলার মেঘ তৈরি করে।যার ফলে বিভিন্ন রঙের বিভিন্ন দৈর্ঘ্যের তরঙ্গ টেউয়ের সৃষ্টি হয়। বেগুনি এবং নীল আলোর তরঙ্গ অন্যান্য রং যেমন কমলা,লাল,হলুদ রঙের উপর প্রাধান্য সৃষ্টি করে বেগুনি ও নীল রঙ আধিপত্য তৈরি করে।
আমাদের চোখ নীল রঙের প্রতি সংবেদনশীল হওয়াতে আকাশকে আমরা নীল দেখি।
No comments:
Post a Comment