Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

লিঙ্গ ও ক্রিয়ার কাল

 লিঙ্গ ও ক্রিয়ার কাল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিসিএস,শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী নিয়োগ সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে অবশ্যই পড়তে হবে।লিঙ্গ প্রকরণ 

ক. নিত্য স্ত্রীবাচক শব্দঃ যে শব্দগুলোর কোন পুরুষবাচক শব্দ নেই সে শব্দগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো?

পেত্নী,শাকচুন্নী, ডাইনি,ললনা,সধবা,অঙ্গনা,বিধবা,রূপসী,সজনী,দাই,এয়ো,কুলটা,অর্ধাঙ্গিনী, সৎমার,বাইজি,সতীন।

খ.নিত্য পুরুষবাচক শব্দঃ যে শব্দগুলোর কোন পুরুষবাচক শব্দ  নেই তাকে নিত্যপুরুষ বলে।

নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো?

সেনাপতি,কবিরাজ,ঢাকী, রাষ্ট্রপতি,কৃতদার,সভাপতি,

বিচারপতি,বিপত্নীক।


গ. পুরুষ বাচক শব্দ কোনগুলো?

রজক,দেবর, ডাক্তার,সুকেশ,নাটক,অরণ্য,গরীয়ান ইত্যাদি 


ঘ. স্ত্রীবাচক শব্দ কোনগুলো? 

ঠাকুরমা,জেনানা,বৈষ্ণবী, বধূ,বনানী,নাটিকা,অরণ্যানী

ধাত্রী,মালিকা,গীতিকা,। 


ঙ. উভয়লিঙ্গ কোনগুলো? 

সাথী,আমি,বন্ধু,মানুষ,শিশু পাখী,সন্তান, রাষ্ট্রপতি,

শিক্ষিত। 


ক্রিয়ার কাল

ক. বর্তমান কালঃ বর্তমানে হচ্ছে, চলছে,বা চিরন্তন সত্য বুঝায় তার কালকে বর্তমান কাল বলে।

১. সাধারণ বর্তমান: অভ্যাস,চিরন্তন সত্য বা সাধারণভাবে ঘটে। যেমন: চন্দ্র রাতে দেখা যায়। সূর্য পূর্ব থেকে উদিত হয়।বাঙালিরা ভাত খায়। 


২. ঘটমান বর্তমান:  কোন কাজ আরম্ভ হয়ে এখনো চলছে এমন বোঝালে।যেমন: সে লিখছে,আমরা আকাশে চাঁদ দেখছি। 

৩. পুরাঘটিত বর্তমান: ক্রিয়া নিষ্পন্ন হয়ে গিয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে। যেমন: আমি সরকারি চাকরি পেয়েছি।  আকাশে চাঁদ উঠেছে। 

৪. বর্তমান অনুজ্ঞা: বর্তমানকালের  আদেশ, নিষেধ, প্রার্থনা,অনুনয়,বিনয়, আশীর্বাদ বুঝালে।যেমন: 

এদিকে এসো,বাড়িতে যাও।


খ. অতীতকাল: ক্রিয়ার কোন কাজ অতীতে ঘটেছিল বা ঘটছিল বুঝালে।


১. সাধারণ অতীত: ক্রিয়া বর্তমান কাল বা কিছু সময় আগে সম্পন্ন হয়েছে বুঝালে।যেমন: আমরা ঢাকা থেকে এলাম।

২. ঘটমান অতীত: অতীতে কোন কাজ চলছিল বুঝালে।যেমন: সে ফুটবল খেলছিল। 

৩. পুরাঘটিত অতীত: আমরা ঢাকায় গিয়েছিলাম। 

৪. নিত্যবৃত্ত অতীত: আমরা ফুটবল খেলতাম।

গ. ভবিষ্যৎ কাল: কোন ক্রিয়া একটু পর,বা আগামীতে হবে বুঝালে।

১. সাধারণ ভবিষ্যৎ:  যে ক্রিয়া কিছু পর,বা আজ ঘটবে বুঝালে।

যেমন: আজ স্কুল খুলবে।

২. ঘটমান ভবিষ্যৎ: কোন কাজ ভবিষ্যতে চলতে থাকবে।যেমন: তুমি লিখতে থাকবে।

৩. পুরাঘটিত ভবিষ্যৎ: অতীতে বা বর্তমানে কোন কাজ হয়ে গেছে এমন সন্দেহ করলে। যেমন: সে এ কথ বলে থাকবে হয়ত।

৪. ভবিষ্যৎ অনুজ্ঞা: ভবিষ্যতে কোন কাজ করার আদেশ,অনুরোধ, নিষেধ, উপদেশ বুঝালে।যেমন: কালকে ঢাকায় যায়ও,শরীরের যত্ন নিও।


No comments: