বাংলা ব্যাকরণ উপসর্গ অনুসর্গ ও পরিভাষা 

এখান থেকে সকল সরকারী চাকরির পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন আসতে দেখা যায়।বিগত সালের চাকরির পরীক্ষার প্রশ্ন সেই কথায় বলে।

উপসর্গ

উপসর্গ কাকে বলে?

ধাতু বা শব্দের পূর্বে যেসকল অব্যয় বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।পরি,অপ,উপ ইত্যাদি।এর ইংরেজি prefix. উপসর্গের অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে।উপসর্গ আর প্রত্যায় এর মধ্যে মূল পার্থক্য হলো উপসর্গ শব্দের শুরুতে বসে আর প্রত্যয় শব্দের শেষে বসে।


উপসর্গ কয় প্রকার?

বাংলা ভাষায় উপসর্গ প্রধানত তিন প্রকার

ক. তৎসম উপসর্গ খ. খাঁটি বাংলা উপসর্গ গ.বিদেশি উপসর্গ। 


ক. তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ 

বাংলা ভাষায় তৎসম উপসর্গ মোট ২০ টি।

যথাঃপ্র,প্রতি,পরি,অভি,অপি,অধি,সু,নি,নির,অনু,অপ,আ,উপ,বি,অব,উং,সম,দূর,অতি।

বিগতসালের প্রশ্ন 

বি=বিজ্ঞান (বিশেষ অর্থে)

অপ= অপমান(বিপরীত অর্থে)

সু= সুনাগরিক (ভালো অর্থে)

পরা= পরাজয় (বিপরীত অর্থে)

উপ=উপ-সহকারী প্রকৌশলী 


খ. দেশী উপসর্গ 

বাংলা ভাষায় দেশি বা খাঁটি উপসর্গ ২১ টি।

যেমন: হা,সু,সা,ভর,রাম,স,অ,অনা,আন,উনি,নি,অঘা,আ,

আব, কদ,পাতি,বি,ইতি,কু,আড়,অজ

বিগত সালে আস কিছু প্রশ্ন 

অজানা,কুকথা,হাভাতে,আকাল,অচিন, পাতিহাঁস, সজাগ


গ.বিদেশি উপসর্গ 

বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে যার সঠিক সংখ্যা অজানা।

আরবি: আম,খাস,লা,বাজে,গর,খয়ের,

ফারসি: কার,নিম,দার,বর,ফি, কম,না,বে,ব,বদ,খোশ

ইংরেজি: হেড,সাব,ফুল,হাফ


অনুসর্গ

বাংলা ভাষায় যে অব্যয়গুলো কখনো স্বাধীন রুপে বা কখনো শব্দের সাথে বসে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে অনুসর্গ বলে।


অনুসর্গ গুলো কি কি?

বিনা,বিহনে,অবধি,পর্যন্ত,শনে,পক্ষে,জন্য,মতো,নিকট,

দ্বারা,দিয়া,কর্তৃক,তরে,দিয়ে,সহকারে,অধিক,হতে,

থেকে,চেয়ে,ভেতর,সঙ্গে,সাথে,মাঝে,পরে,ভিন্ন,বই,

পাছে,সঙ্গে। 



পরিভাষা 

Amplitude= বিস্তার, Archetype= আদি রপ

Autonomous= স্বায়ত্তশাসিত,  Anonymous= বেনামা/অজ্ঞাত 

Annex/Annexed= পরিশিষ্ট,  Antonomy= শারীরবিদ্যা, 

Blue Print = প্রতিচিত্র,  Bribe= ঘুষ 

Book Post= খোলা ডাক, 

Campaign =প্রচারণা,  Comparative =তুলনামূলক, Chancellor =আচার্য 

Civil surgeon = সরকারি চিকিৎসক 

Civil Society = সুশীল সমাজ।

Consumer Goods= ভোগ্য পণ্য

Consul= বানিজ্য দূত,Corrigendum =শুদ্ধিপত্র 

Custom=শুল্ক, Curtail =সংক্ষিপ্ত কর।

Dead lock= অচলাবস্থা,  Divulge =প্রকাশ কর।

Deputation = প্রতিনিধি, Epic= মহাকাব্য 

Epicurism =ভোগবাদ,  Excise Duty =আবগারি শুল্ক, Executive =নির্বাহী,  Hang out= জ্ঞাপনপত্র,

Horizontal = অনুভূমিক, Heavenly body= জ্যোতিষ্ক, Index=সূচক, Intellectual= বুদ্ধিজীবী 

Invoice= চালান, Justification for= সমর্থন 

Microbiology = জীববিজ্ঞান, monitoring =পর্যবেক্ষণ,  Null and Void = বাতিল,  

Ordnance = অধ্যাদেশ/ সমরাস্ত্র,  Pathology= রোগবিদ্যা, Provoke= উস্কানি দেয়া, Quarterly= ত্রৈমাসিক,  Quota= যথাংশ,  Quotation =  মূল্যজ্ঞান, Secretary =  সচিব, Sponsor =  পৃষ্ঠপোষক,  Subconscious অবচেতন, 

Subjudice= বিচারাধীন,  Superstition =কুসংস্কারচ্ছন্ন, Syntex = বাক্যতত্ব, Temperate= নাতিশীতোষ্ণ, Treasurer =কোষাধ্যক্ষ, Virile= পুরষোচিত  Wisdom =প্রজ্ঞা 


Previous Post Next Post