Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৯/০৯/২০২১

BPSC senior instructor (TTC) niog question solution-2021

 বিপিএসসি নৈর্ব্যক্তিক প্রশ্ন 


গত ১৭.০৯.২১ সালে টিটিসি তে সিনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগ প্রশ্নের সমাধান। পরীক্ষাটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নিয়েছিল।


MCQ Question solution Non Department 

১. বাংলা স্বরধ্বনি কয়টি? 

উত্তরঃ বাংলা স্বরধ্বনি ৭ টি।


৩. which is correct spelling? 

Ans: Disease

৪. যে ধর্মের কারণে ধাতুকে পিটিয়ে পাত করা যায় তার নাম কি?

উত্তরঃ মেলায়্যাবিলিটি।

৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়দফা কোথায় উত্থাপিত হয়? 

উত্তরঃ লাহরে।

৬. বঙ্গবন্ধু টি-২০ বিশ্বকাপ কয়টি দল অংশ নিয়েছিল?

উত্তরঃ ৫ টি।



৮. The poor ------ born To suffer

Ans: are


৯. River is a/an------- noun.

Ans: Common. 


১০. what is antonym of Noble?

Ans: Mean

১১. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত হয়?

উত্তরঃ বরেন্দ্র 

১২. মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোথায় অবস্থিত? 

উত্তরঃঢাকা

১৩. বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্যের রচয়িতা কে? 

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত। 

১৪. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে? 

উত্তরঃ কাজী নজরুল ইসলাম। 

১৫. বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রথম ব্যবহ্নত হয়েছে -----

উত্তরঃ অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিল্ড।

১৬. কাস্ট আয়রন তৈরিতে ব্যবহ্নত ফার্নেস -----

উত্তরঃ Blast Furness. 

১৭. নীচের কোনটি নিত্য সমাস?

উত্তরঃ গৃহান্তর। 

১৮. দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে? 

উত্তরঃ মোহাম্মদ আকরাম খাঁ। 

১৯. -------is observed  as the victory day in Bangladesh. 

Ans: 16 December. 


২০. লালসালু সৈয়দ ওয়ালি উল্লাহ এর কোন ধরনের গ্রন্থ? 

উত্তরঃ উপন্যাস। 

২১.ঢাকা বিশ্ব বিদ্যালয় এরবীন্দ্রনাথ কবে প্রথম বক্তৃতা দান করেন?

উত্তরঃ ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারিতে। 


২৩. পল্লীকবি জসীমউদ্দিন এর জন্মস্থান কোথায়?

উত্তরঃ ফরিদপুর।


২৫. I wish I ----- a car.

Ans: had


২৬. phenomenon is a singular number. 


২৮. কাশবনের কন্যা উপন্যাস এর লেখক কে?

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।

২৯. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে কে?

উত্তরঃ বিশ্ব খাদ্য কর্মসূচি। 


৩১. রচনার শিল্পগুন কার লেখা?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৩২. আষাঢ় বানানটা শুদ্ধ। 

৩৩. which is synonym of Pardon?

Ans: Forgive





৩৭. কোনটি স্বার্থক বাক্যের গুণাবলীর মধ্যে পড়ে না?

উত্তরঃ আসক্তি। 

৩৮. ought To obey is a verb phares.

 

৪০. DVD এর চেয়ে বেশি Data Store করা যায়  কোনটিতে?

উত্তরঃ Blu Ray Disk.

৪১. কোন বস্তুর দূরত্ব পরিবর্তন এর হারকে কি বলে?

উত্তরঃ বেগ বলে।

৪২৷ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উত্তরঃ ধ্বনিতত্বে।

৪৩. বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি  মুক্তিযুদ্বের পটভূমিতে  লেখা।


৪৪. নির্মানাধীন পদ্মাসেতুর স্প্যান সংখ্যা কয়টি?

উত্তরঃ ৪১ টি।

৪৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? 

উত্তরঃ অস্ট্রেলিয়া। 

৪৬. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কত সালে উন্নয়নশীল দেশের মর্যদা পাবে?

উত্তরঃ ২০২৬ সালে।

৪৭. I reminded him ------his appointment. 

Ans: of


 


৫১. you will help me-----you?

Ans: won't


৫২. এক বায়ুমন্ডলীয় চাপ সমান কত?

উত্তরঃ ১.০৩৩ কেজি/সেমি২


৫৪. রাখাইনের পূর্ব নাম কি?

উত্তরঃ আরকান

৫৫. A barking dog seldom bites here S barking dog-------

Ans: An adjective.


৫৬. "Of Late" means? 

Ans: Recently. 

৫৭. নীল ময়ূরের যৌবন উপন্যাসের রচয়িতা কে? 

উত্তরঃ সেলিনা হোসেন। 

৫৮. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?

উত্তরঃ অর্থ সচিব

৫৯. কম্পিউটার মনিটরকে আরো বলা হয়  ---

উত্তরঃ VDU

৬০. Rubber এর অপর নাম কি?

উত্তরঃ Elastomer.

৬১. which of the following is a compound sentence? 

Ans: Do or die.

৬২. কোনটি সূর্য এর সমার্থক শব্দ? 

উত্তরঃ রবি।

৬৩. বাংলাদেশে সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? 

উত্তরঃ ১৫৩ টি।

৬৪. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম শুরু হয় কবে?

উত্তরঃ ৮ মার্চ ২০২০

৬৫. which is correct? 

Ans: maintenance. 

৬৬. একটি হিমায়ক চক্রের হিমায়ন কর্তৃক তাপ শোষিত হয়?

উত্তরঃ ইভাপোরেটর।



31.10.22 তারিখের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ইনস্ট্রাক্টর পদের প্রশ্ন সমাধান 



 তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নি এটা যৌগিক বাক্য।

বাংলাদেশ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। 

সবুজপত্র  পত্রিকা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।

কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা।

১ লিটার বিশুদ্ধ পানিতে H+ এর মোল সংখ্যা ১০ মোল।

হাঙর নদী গ্রেনেড একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে?

আলোর পূর্ণ অভ্যন্তরিণ প্রতিফলন। 

তারামন বিবি ১১ নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন।

বইপড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা।

NH3 ক্ষার।

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন।

H2 গ্যাসের ব্যাপন হার বেশি।

চন্দ্র তৎসম শব্দের উদহারন। 

প্রিন্টার আউটপুট ডিভাইস। 

প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ ৩ টি 

দহগ্রাম ছিটমহল লালমনিরহাটে অবস্থিত।

৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি । 

পানির আপেক্ষিক তাপ বেশি।


বল ভেক্টর রাশি।

হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না।



প্রগৌতিহাসিক গল্পের রচয়িতা কে?

উত্তর: মানিক বন্দোপাধ্যায়

He said to me, "what a nice you are,sir!

Ans: Addressing me as sir He exclaimed with joy that I was a very nice man.


মহাবিশ্বের বল কয়টি?

উত্তর: চারটি।

ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা নাটক কোনটি?

উত্তর: কবর

He wrote a letter

A letter was written to me by him.

কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি?

উত্তর: গামা

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য।

O2 গ্রিনহাউজ গ্যাস নয়।

ত্রিভূজের তিন বাহুর দৈর্ঘ্য a,b,c হলে a+b>C সঠিক।

লেন্সের ক্ষমতার একক কি?

উত্তর: ডায়াপ্টার

কোন বস্তুকে ভূমি হতে ১৯.৫ মিটার উপর  হতে ছেড়ে দিলে ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগবে?

উত্তর: 2sec

দিকদর্শন প্রথম বাংলা সাময়িক পত্রিকা। 

রন্টজেনিয়াম কোন মুদ্রা ধাতু নয়।

একটি কোণের পরিমাণ ১৮০° হলে তাকে কি কোণ বলে?

উত্তর: প্রবৃদ্ধ কোণ।

"অচলা" চরিত্রটি গৃহদাহ উপন্যাসের। 

সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম শহিদুল ইসলাম লালু।

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম শাহ মোহাম্মদ সগীর।

CNG এর মূল উপাদান কি?

উত্তরঃ মিথেন।

তাপমাত্রা বাড়লে পরিবাহির রোধ বাড়ে।

২ ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চূক্তি স্বাক্ষরিত হয়।

মার্কারি ধাতু কক্ষতাপমাত্রায় তরল থাকে।

The abbreviation of AM is Ante meridiem. 

আরব দেশগুলোর মধ্যে ইরাক প্রথম বাংলাদেশেকে স্বীকৃতি দেয়।


পাকস্থলীরতে HCL এসিড উৎপন্ন হয়।

ঘণক হলো ত্রিমাত্রিক বস্তু। 

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জৈষ্ঠ্য

স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ হলো সু+আগত

চিনির আন্তকণা আকর্ষণ বেশি।

১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।

লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি 

ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদীর নাম।

শুষ্ক বাতাসের চেয়ে জলীয়বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব বেশি।

কঠিন পদার্থের স্থিতি শক্তি আছে।

NaCl মৃদু তড়িৎ বিশ্লেষ্য

২২ ক্যারেট স্বর্ণে কত কতভাগ স্বর্ণ থাকে?

উত্তর: ৯১.৬৭ ভাগ।

বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ আছে। 

বৃত্তস্থ সামান্তরিক হলো আয়ত।

H2So4 এর সালফারের জারণ সংখ্যা হলো +6

কলম শব্দটি আরবি ভাষা থেকে আগত।


নিরক্ষ রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়।

১৯৯৬ সালে প্রথম গ্রিনহাউজ কথাটি শোনা যায়।

শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবল। 

 পহেলা তারিখ বাচক শব্দ।

ক্রোমোসোমের গঠন  ডিএনএ এবং প্রোটিন দিয়ে।


Knot কিসের একক গতিবেগের।

পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অপরিবাহীর মত আচরণ করে।

রক্তকোষের ক্যান্সারকে লিওকেমিয়া বলে।



I know you-You are known to me.

ধ্বনি ভাষার মূল উপাদান। 

প্রতিফলনের কারণে শব্দের প্রতিধ্বনি শোনা যায়।

blurry mean Unclear. 

এন্টিভাইরাস হলো সফটওয়্যার 


Meaning of Lately means -on the recent time.

Verb of deep is deepen.

পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পন ব্যবহার হয়।

ব্রোঞ্জ কপার ও টিনের সংকর 

পাখি আকাশে উড়ে- The bird flies in the sky.

ভর পদার্থের জড়তা পরিমাপক একক।