বিসিএস সাধারণ জ্ঞান
বিসিএসসহ সকল সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ কিছু দেশ আন্তর্জাতিক, নদ-নদী,সংগঠন -জোট ইত্যাদি তুলে ধরা হলো।
বাংলাদেশ ও জাতিসংঘ
কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশ জাতীয় সংসদে প্রথম ভাষণ দেন?
উত্তর: মার্শাল জোসেফ টিটো
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন
সম্বোধন শব্দের অর্থ কী?
উত্তরঃ আহ্বান
পাথার শব্দের অর্থ কী?
উত্তরঃ অর্ণব
Allocation শব্দের অর্থ কী?
উত্তর: বরাদ্দ
১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মহাসচিব কে ছিলেন?
১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট
আপনি কি জানেন? বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয়? ১৯৭৪সালের ১৭সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয়
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। কে জাতিসংঘে কততম পরিষদের বাংলায় ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম স্থায়ী সভাপতি নাম কি? হুমায়ূন রশীদ।
আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রুপ UPU
আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি (IAEA) এর সদর দপ্তর কোথায়?
ভিয়েনা অষ্ট্রিয়া
পৃথিবীর প্রধান প্রধান হ্রদ সমূহ
বৈকাল হ্রদ কোথায়?
বৈকাল হ্রদ রাশিয়াতে। ওন্টেরিও হ্রদ কোথায়? ওন্টেরিও হ্রদ যুক্তরাষ্ট্র ও কানাডা
হিউরন হ্রদ কোথায় অবস্থিত?
হিউরন হ্রদ যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত।
হাজার হ্রদের দেশ কোনটি?
হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।
আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম কি?
ভিক্টোরিয়া
কাস্পিয়ান সাগর কোথায় অবস্থিত?
কস্পিয়ান সাগর রাশিয়াতে অবস্থিত।
সমুদ্র বন্দর ও তাদের নাম
নেপালে কি সমুদ্র বন্দর আছে?
না নেপালে কোন সমুদ্র বন্দর নেই।এছাড়া ভূটান, আফগানিস্থানে কোন সমুদ্র নেই। পৃথিবীর ৪৫ টি দেশের কোন সমুদ্র বন্দর নেই।
মিশরের সমুদ্র বন্দরের নাম কি কি?
সুয়েজ আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ
মিয়ানমারের সমুদ্র বন্দরের নাম কি কি?
ইয়াঙ্গুন, আকিয়াব
জর্ডানের সমুদ্র বন্দরের নাম কি?
আকাট
জার্মানির সমুদ্র বন্দরের নাম কি?
হামবুর্গ
ইরানের সমুদ্র বন্দরের নামি কি?
বন্দর আব্বাস ও আবদন
কানাডার বন্দরের নাম কি?
মন্ট্রিল,কুইবেক, ভ্যাক্কুভার।
অস্ট্রেলিয়ার সমুদ্র বন্দরের নাম কি?
ডারউইন।
ইয়েমেনের সমুদ্র বন্দর এর নাম কি?
এডেন
জাপান এর সমুদ্র বন্দর এর নাম কি?
ওসাকা
নদ-নদী
মারে ডার্লিং কি?
অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম।
কায়রো কোথায় অবস্থিত?
নীল নদীর তীরে অবস্থিত।
ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?
নীল নদীর তীরে অবস্থিত।
বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি
প্রশান্ত মহাসাগর।
পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে পাঁচটি মহাসাগর রয়েছে।
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
আটলান্টিক মহাসাগর।
কোন সংস্থার সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক - UNO,UNICEF, UNDP,UNIFEM,UNFPA
ওয়াশিংটন ডিসি- IBRD,IFC,IMF,IDA,MIGA,ICSID,OAS
জেনেভা-ILO,WHO,UNCTAD,WMO,WIPO,RED CROSS,ITU,WTO,UNHCR, ITC,UNITAR
প্যারিস-UNESCO,OECD,ICC
লিঁও-INTERPOL
রোম-FAO,WEP,IFAD
ভিয়েনা-IAEA,UNIDO,OPEC,UNODC
ব্রাসেলস -EU,NATO,BENELUX
ম্যানিলা-ADB,IRRI
লন্ডন -IMO,COMMONWEALTH, OXFAM,AMNESTY INTERNATIONAL
সদর দপ্তর নেই-G-7,G77,NAM
ঢাকা-CIRDAP,ICDDR,BIMSTEC, IJSG
হেগ-ICJ,OPCW
তেহরান-ECO,ACU
জেদ্দা -IDB,OTC
OIC কবে প্রতিষ্ঠিত হয় এবং OIC এর সদস্য সংখ্যা কত?
১৯৬৯সালের ২৫সেপ্টেম্বর। ওআইসির সদস্য সংখ্যা ৫৭টি।
কমনওয়েলথ কবে প্রতিষ্ঠিত হয়?
২৮এপ্রিল ১৯৪৯সালে।কমনওয়েলথ এর সদস্য ৫৩ টি রাষ্ট্র।
সার্ক কবে প্রতিষ্ঠিত হয়?
১৯৮৫সালে ৮ডিসেম্বর। সার্ক এর সদস্য ৮টি।সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু।
No comments:
Post a Comment