Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

গুরুত্বপূর্ণ বাগধারা সেরা সংগ্রহ

 বাগধারা 

  ঝাঁকের খৈ

কল কাঠি নাড়া

এসপার ওসপার করা

কাক ভূষণ্ডী

কানে তোলা

ওজন বুঝে চলা

এলাহি কান্ড

উলু খাগড়া

একাদশে বৃহস্পতি

ঊনপঞ্চাশ বায়ু

উত্তম মধ্যম

ঊনপাঁজরে

ঊনকোটি চৌষট্টি 

উড়নচণ্ডী 

ইতর বিশেষ 

ইঁদুর কপালে 

আঙুল ফুলে কলাগাছ 

আদায় কাঁচকলায়

আগড়ম বাগড়ম

আকাশ পাতাল

আকাশ ভেঙে পড়া

আমড়া কাঠের ঢেঁকি 

 বাগধারার অর্থ কি?

 একই স্বভাবের লোক

গোপন পরামর্শ দেয়া

মীমাংসা করা

দীর্ঘজীবী ব্যাক্তি

কোনো কথা তুলে ধরা 

আত্মমর্যাদা রক্ষা করা 

বিরাট আয়োজন 

কদরহীন লোক

সৌভাগ্যের বিষয় 

পাগলামি 

প্রহার করা

দূর্বল 

প্রায় সম্পূর্ণ 

অমিতব্যয়ী 

ভেদাভেদ 

মন্দভাগ্য 

হঠাৎ বড় লোক হওয়া

শত্রতা

অর্থহীন কথা

প্রচুর ব্যবধান

হঠাৎ বিপদ হওয়া

অপদার্থ 

 আষাড়ে গল্প 

আটকপালে

আমাবস্যার চাঁদ

আকাশ কুসুম

আক্কেল সেলামি

অকালে বদলা

অরেণ্যে রোদন

অন্তর টিপুনী

অহিনকুল

অন্ধকার দেখা

অন্ধের যষ্ঠি



অকাল পক্ক

অগ্নিপরীক্ষা

অগ্নিশর্মা 

অজগর বৃত্তি

অগস্ত্য যাত্রা 



অশীতিপর 



অকাল কুস্মাণ্ড



অর্ধচন্দ্রনু





অনুরোধে ঢেঁকি গেলা

 বাগ ধারার অর্থ কি? 

 আজগুবি গল্প

হতভাগ্য 

দুর্লভ বস্তু 

অবাস্তব 

নির্বুদ্ধিতার দন্ড

অপ্রত্যাশিত বাঁধা 

বৃথা চেষ্টা 

গোপন ব্যাথা

শত্রুতা

হতবুদ্ধি 

একমাত্র অবলম্বন 

ইঁচড়ে পাকা

কঠিন পরীক্ষা 

নিরতিশয় ক্রুদ্ধ 

আলসেমী

শেষ বিদায় 

আশি বছরের বেশি বয়সী বৃদ্ধি 

অকর্মা



গলাধাক্কা দেয়া



অনুরোধে অসাধ্য সাধন করা।





 বিড়াল তপস্বী

বক দেখানো

বর্ণ চোরা

বাপের ঠাকুর

ব্যাঙের সর্দি

ব্যাঙের আধুলি



বক ধার্মিক 

ফপর দালালি





ফেকলু পার্টি

ফেঁপে উঠা

পঞ্চমুখ

পটল তোলা

পাথরে পাঁচ কিল

পালের গোদা

 

পুকুর চুরি 

পুঁটি মাছের প্রাণ

পায়াভারি

নিরানব্বয়ের ধাক্কা

নেপোই মারে দই

নাতিদীর্ঘ 

নাটের গুরু

নজর লাগা

 

নগদ নারায়ন

 

 

নাটের গুরু

নজর লাগা

 

ধামাধরা

ধর্মের ষাড়

ধরি মাছ না ছুয়ে পানি

দাম কুমড়া

বেহায়া

দুধের মাছি

তালপাতার সেপাই

তীর্থের কাক

 

ত্রিশঙ্কুদশা

তুলশী বনের বাঘ

তামার বিষ

তাসের ঘর

ঢেকির কচকচি

ঢাকের বায়া

 

ঢাকের কাঠি

 

ঢাক ঢাক গুর গুর

ডানা কাটা পরী

ডামাডোল

ডান হাতের ব্যাপার

ডুমুরের ফুল

ঠোঁট কাটা

টুপভুজঙ্গ 

হাড় হাভাতে

হাত ধুয়ে বসা

হাতে স্বর্গ পাওয়া

হাতির পাঁচ পা দেখা

হাতের পাঁচ

হাত তোলা 

হালে পানি

হাতে দুর্বা

হাত-ভারি

হাতটান

সিঁদুরে মেঘ

সাপে-নেউল

সাক্ষী গোপাল 

শ্রীঘর

শাপে বর             হওয়া

শিরে সংক্রান্তি

শাঁখের করাত

শকুনি মামা

শরতের শিশির

লেজে খেলানো

লম্বা দেয়া

লেফাফা দূরস্থ 

 

রাজা উজির     মারা

রাজযোটক

রুই কাতলা

রাঘব বোয়াল

রামগরুড়ের ছানা 

রাবনের চিতা

মুখচোরা

 

মাছের মা

ভেরেণ্ডা ভাজা

ভিজা বিড়াল

ভূষণ্ডির কাক

বালির বাঁধ

কূপমন্ডুক

কলুর বলদ

কত ধানে কত চাল

কেতা দূরস্থ 

কাপুড়ে বাবু

কাক নিদ্রা

কুল কাঠের   আগুন

কানকাটা 

কাষ্ঠ হাসি

কেচেছ গন্ডুষ

কথায় চিড়া ভেজানো

কচু বনের    কালাচাঁদ 

কথার তুবরিকা

কান পাতলা

কল্কে পাওয়া

কেউ কেটা

কৈ মাছর জান

খয়ের খাঁ

খেয়াল রাখা

খোদার খাসি

 

গোবরে   পদ্মফুল

গা করা

গোঁফ খেজুরে 

গড্ডালিকা প্রবাহ

চিনির বলদ

চাঁদের হাট

ছেলের হাতের মোয়া

চুলায় দেয়া

জগদ্দল পাথর

চিনির পুতুল

চক্ষুদান

চোখের বালি

গুড়ে বালি

গোল্লায় যাওয়া

গোবর -গণেশ

ঘাটের মরা

মন না মতি

ঘটিরাম 

গৌরচন্দ্রিকা

জিলিপির প্যাঁচ

গরম গরম

 বাগধারার অর্থ কি

 ভন্ড সাধু

বিদ্রূপ কর

কপটচারী 

উচ্ছন্নে যাওয়া

অসম্ভব 

সামান্য ধনে অহংকার 

ভন্ড

অনাহুত ব্যক্তির কপটচারী 

কদরহীন লোক

অতিরিক্ত হওয়া

নষ্ট

মারা যাওয়া

সুখের সময়

সর্দার

বড় চুরি

ক্ষুদ্র প্রাণ

ব্যাক্তি

অহংকার

সঞ্চয়ের প্রবৃত্তি 

ধূর্ত লোকের ফলপ্রাপ্তি 

অতি দীর্ঘ নয়

মূল নায়ক

অশুভ দৃষ্টিতে পড়া

কাঁচা টাকা

 

মূল নায়ক

অশুভ দৃষ্টিতে পড়া

তোষামোদ কারী

স্বেচ্ছাচারী

কৌশলে কার্যোদ্ধার 

শত্রুতা

দু কান কাটা

 সুসময়ের বন্ধু

অতিশয় দূর্বল 

 

প্রত্যাশী

 

দোটানা

ভন্ড

অর্থের কুপ্রভাব 

ক্ষণস্থায়ী 

কলহ

যার কোন মূল্য নেই

তোষামুদে 

 

লুকোচুরি 

 

সুন্দরী 

গোলযোগ

ভোজন করা

অসম্ভব               বস্তু

স্পষ্টবাদী

নেশাগ্রস্ত 

হতভাগ্য 

ভন্ডামী করায় 

দুর্লভ কিছু পাওয়া

গর্বে আনন্দিত 

শেষ সম্বল 

প্রহার করা

সুবিধা 

আলেসেমী

কৃপণ

চুরির অভ্যাস

অল্পে ভয়

শত্রুতা

নিষ্ক্রিয় দর্শক

জেলখানা

খারাপ হতে ভাল হওয়া

আসন্ন বিপদ

উভয় সংকট

কুচক্রী মামা

ক্ষণস্থায়ী 

বশীভূত করা

পালানো

বাহিরে ঠাট বজায় রাখা

 

লম্বা কথা বলা

চমৎকার মিল

শীর্ষ ব্যাক্তি

সমাজপতি

গোমড়া মুখো      লোক

চির অশান্তি 

লাজুক

 

নির্মম

অকাজে থাকা

কপট

বিচক্ষণ ব্যক্তি

ক্ষণস্থায়ী বস্তু

ঘরকূনো 

খাটুনি করে যে

যথার্থ হিসাব নিকাশ

পরিপাটি 

বাহ্যিক সাজ

অগভীর সতর্ক নিদ্রা

তীব্র জ্বালা

বেহায়া

শুকনো হাসি

নতুন করে শুরু

ফাঁকা আওয়াজে কাজ আদায়

অপদার্থ 

বাচালতা

বিশ্বাস প্রবণ

পাত্তা পাওয়া

সামান্য

দীর্ঘজীবী

চাটুকার

নজর রাখা

ভাবনা চিন্তাহীন

নীচ কূলে মহৎ ব্যাক্তি

উদ্যোগী হওয়া

নিতান্ত অলস

অন্ধ অনুকরণ 

ভারবাহী কিন্তু ফলভাগী নয়

আনন্দের প্রাচুর্য 

সহজ প্রাপ্য

সর্বনাশ করা

গুরুভার 

পরিশ্রমী

চুরি করা

শত্রু

আশায় নৈরাশ্য

নষ্ট হওয়া

মূর্খ

অতি বৃদ্ধ 

অস্থির মন

নেকামি

ভণিতা

কুটিল

টাটকা

 

No comments: