ব্লগ পোস্ট লেখার নিয়ম
আপনার ব্লগ যে বিষয় বিবেচনা করে তৈরি করা সে বিষয়ে আর্টিকেল লিখুন।
সঠিক ও লোকে লিখে সার্চ করবে এমন একটি টাইটেল নির্বাচন করুন।
লেখাটি Major Heading,Heading, subheading, minor heading দিয়ে লিখুন।
যেমন আমার এই পোস্টে " ব্লগ লেখার নিয়ম " এটি মেজর হেডিং আর 'ব্লগ পোস্ট লেখার কৌশল' হলো হেডিং।
হেডিং সিলেক্ট করবেন কিভাবে?
যে লেখাটি হেডিং দিবেন সেটুকু সিলেক্ট করুন তারপর উপরে থাকা সারিবদ্ধ টুলসে লক্ষ্য করুন যে এই অপশনটি কোথায় আছে?নিচের চিত্রটি দেখুন
ব্লগ পোস্ট লেখার কৌশল
ব্লগ পোস্টে লেবেল তৈরি
আপনার লেখাটি সম্পূর্ণ হলে উপর সারিবদ্ধ হয়ে থাকা টুলসের সেটিং অপশনে যান চিত্রটি খেয়াল করুন। Lebel সিলেক্ট করুন।আপনার ব্লগ পোস্ট কোন বিষয়ে তা লিখুন। ব্যাপারট একটি ফোল্ডার তৈরির মত। আপনি চাইলে এক ফোল্ডার বা লেবেলে অসংখ্য পোস্ট রাখতে পারেন।
ব্লগ পোস্ট url তৈরি করবেন যেভাবে
ঠিক উপরে চিত্রের লাল ব্লক দিয়ে মার্ক করা অপশন অর্থাৎ সেটিং এ যান Automatic URL ও Custom url অপশন দেখতে পাবেন৷ Custom এ ক্লিক করুন। ইংরেজিতে লিখুন। আপনার ব্লগ পোস্ট টাইটেল এর মেইন শব্দ দিয়ে তৈরি করুন। প্রতিটি পূর্ণ ওয়ার্ডস পর অর্থাৎ দুটি ওয়ার্ডস এর মাঝে স্পেস না দিয় ড্যাশ দিন (-)। যেমন making-best-url-blogpost
Search Description এ যা লিখবেন
Custom Url বা লেবেল তৈরির ঐ লাইনে নিচে দেখুন Search Description লেখা আছে।সার্চ ডেসক্রিপশন এ ১৫০ ওয়ার্ডস লেখা যায়। ঐখানে হেডিং, সাব হেডিং বা টাইটেল কিংবা আপনার পোস্টের মেইন বিষয়ে কয়েকটি বাক্য লিখুন।যাতে সার্চ করলে পোস্টটি পাওয়া যায়।
ব্লগ পোস্টে image আপলোড
ছবি আপলোড দিতে নিচের চিত্রটি অনুসরণ করুন।
সবচেয়ে ভালো হয় নিজের তৈরি ছবি আপলোড দিলে।যদি তা সম্ভব না হয় তবে গুগল থেকে নিয়ে কিছুটা এডিটিং করে দিতে হবে।নয়তো কপি রাইট সমস্যায় পড়তে পারেন।
অবশ্যই ছবির সাইজ কিলোবাইট এর মধ্যে রাখবেন।ছবি সাই বেশি হলে সার্চ ইঞ্জিনে আসতে সময় লাগে।
সর্বশেষ কাজটি হলো পাবলিশ করা।
আমরা পরবর্তী পোস্টে জানব কিভাবে গুগলে সার্চ ইঞ্জিনে আপনার লেখা ইনডেক্স করবেন অর্থাৎ কেউ সার্চ দিলে আপনার লেখা কিভাবে পাওয়া যাবে।
আরো পড়ুন
গুগল সার্চে ওয়েবসাইট পাওয়া যায় না কেন?
No comments:
Post a Comment