Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০২/০১/২০২২

BUET pattern mcq question solution

বুয়েট প্রশ্ন প্যাটার্ন


বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয় বুয়েট নিয়েছে। এমন কিছু BUET MCQ প্রশ্ন সমাধান নিচে দেয়া হলো

 ডিসি মোটরের মূলনীতি ও কার্যপ্রণালী বর্ণনা কর ।

BADC sub assistant engineer electrical question solution 

মূলনীতি: যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে কোন পরিবাহী কারেন্ট বহন করে ।

তবে ঐ পরিবাহীতে একটি লব্ধি বল তৈরি হয় যার মান এবং যার দিক

ফ্লেমিং এর বাম হস্তনিয়ম থেকে পাওয়া যায়। এই বলের প্রভাবে মোটর

ঘুরতে শুরু করে।

কার্যপ্রণালীঃ

মনেকরি, N পোলের অধীনের পরিবাহী গুলোতে কারেন্ট ভিতরে (এস)

যাচ্ছে এবং S পোলের অধীনের পরিবাহী গুলোতে কারেন্ট বাহিরে

(ডট) আসছে। ফলে প্রতিটি পরিবাহীতে একটি লব্ধি বল উৎপন্ন হয়।

ফ্লেমিং এর বাম হস্তনিয়ম প্রয়োগ করে এই বলের দিক পাওয়া যায়

(যাহা তীর চিহ্ন দ্বারা চিত্রে দেখানো হয়েছে)। যেহেতু আর্মেচারে উপর

পরিবাহী গুলো বসানো থাকে। ফলে পরিবাহীর উপর উৎপন্ন বলের

প্রভাবে আর্মেচার সহ পরিবাহী গুলো ঘুরতে শুরু করে (ঘড়ির কাঁটার

বিপরীত দিকে) । যাহা বড় তীর চিহ্ন দ্বারা চিত্রে দেখানো হয়েছে।


পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড 


Paschimanchal Gas company ltd (PGCL)


ঘটিরাম শব্দের অর্থ কি? 


উত্তর: অপদার্থ 


কোনটি জসীমউদ্দিন এর নাটক?


উত্তর: বেদের মেয়ে 


যত বড় মুখ নয় ততো বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে 


উত্তর: শক্তি 




দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ কি


উত্তর: দিব্+লোক


জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান


 নদী ছাড়া পদ্মা আর কিসের নাম?


উত্তর: উন্নত জাতের তরমুজ এর নাম




মানুষের মুখে লালার রসে আর কোন এনজাইম থাকে?


উত্তর: টায়ালিন




আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড প্রশ্ন সমাধান 


Ashuganj Power station company ltd (APSCL), APSCL Jobs question solution 




Paper is made -----wood


Ans:from




Shearrived ------you were asleep 


Ans:While



(Do lough ------the  poor)


Ans: At




What is the antonym of " ambivalent"


Ans: Decisive 




I never drive to work,  I  ------Walk


Ans: Always 




Subconscious শব্দের অর্থ কি? 


Ans: অবচেতন 




সন্ধির উদ্দেশ্য কি?


উত্তর: ধ্বনির  মাধুর্য তৈরি।




মীর মোশাররফ হোসেন রচিত নাটক কোনটা?


উত্তর: বেহুলার গীতাভিনয় 




মন না মতি বাগধারার অর্থ কি?


উত্তর: অস্থির মানব মন




ইচ্ছা বিশেষ্যর বিশেষন কি?


উত্তর: ঐচ্ছিক 




কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়?


উত্তর: ভিটামিন এ


কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম?


উত্তর: বেগুনি 




মরুভূমির বায়ু প্রবাহকে কি বলে?


উত্তর: সাইমুম 




কোন সীমান্ত জেলার সাথে ভারতের কোন সংযোগ নাই?


উত্তর: বান্দরবন


বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি কোন নদী থেকে?


উত্তর: হালদা




দেশের বৃহত্তম হাওড় " হাকালুকি হাওড়" কোথায় অবস্থিত? 


উত্তর: মৌলভীবাজার 




বাংলাদেশ আওয়ামিলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: ১৯৪৯ সালে।




বাংলাদেশে কত ধরনের রেল পথ রয়েছে 


উত্তর: ২ ধরনের 



কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী? 


উত্তর: যশোর 


বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: ১৯৭৮ সালে।




পদ্মা সেতুর স্প্যান কয়টি?


উত্তর: ৪১ টি।




আহসান মঞ্জিলে কত সালে সুইচ টিপে বৈদ্যতিক বাতি চালু করা হয়? 


উত্তর: ১৯০১ সালে।




স্বাধীন বাংলাদেশে কত উৎপাদন ক্ষমতা নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড যাত্রা শুরু করে?


উত্তর: ৫০০ MW




Descoকত সালে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়? 


উত্তর: ২০০৬ সালে।



PGCB এর ২৩০ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কত? 


উত্তর: ৩৭৭০ সার্কিট কিলোমিটার 



BREB প্রিপেইড গ্রাহকদের রিবেট দেয় কতটুকু? 


উত্তর: ১%



DPDC এর  ৩৩/১১ পর্যায়ে ক্ষমতা কত?


উত্তর: ৩৬৫৪ mva



SREDA কবে যাত্রা শুরু করে?


উত্তর: ২০১২ সালে।



দেশের কত ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়?


উত্তর: ৯9.৭৫%




স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কত MW এর  পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন? 


উত্তর: ২০০ 






শশ্রু শব্দের অর্থ কী? 


উত্তর: শ্বাশুড়ি 


কোনটা শুদ্ধ বানান? 


নিষুতি 




আত্মহত্যার অধিকার কার লেখা?


উত্তর:  মানিক বন্দোপাধ্যায় 




পরকে প্রতিপালন করে যে এক কথায় কি হবে?


উত্তর: পরভৃত 




what is the meaning of Freelance 


Ans: Self-employed




What is the antonym of ambiguous? 


Ans: Explicit




What is the number of approved project of BREB


Ans: 81


What is the total number of DPDC substation? 


Ans: 73




What is guardian of the constitution of Bangladesh? 


Ans: Supreme Court




Which Division of Bangladesh has the largest forest land?


Ans: Chittagong 




SAARC disaster management centre office is located in New Delhi 


FAO এর সদর দফতর কোথায়? 


উত্তর: রোম


কোন জেলায় বেশি পাট উৎপাদন হয়?


উত্তর: ফরিদপুর 




সর্বশেষ মুঘল সম্রাট কে?


উত্তর: বাহাদুর শাহ 




কত সালে গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়?


উত্তর: ১৯৫৫ সালে।




সর্বপ্রথম কোন ব্যাংক মোবাইল ব্যাংকিং চালু হয়?উত্তর : ডাচ বাংলা ব্যাংক




বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? 


উত্তর: লাইবেরিয়া


টমেটোতে কেন এসিড থাকে? 


উত্তর: ম্যালিক এসিড।




ভূপৃষ্ঠে প্রচুর পরিমানে পাওয়া যায় কোন মেটাল?


উত্তর: অ্যালুমিনিয়াম


রবীন্দ্রনাথ এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?


উত্তর: বনফুল 




যা গণনা করা যায় না এক কথায়


উত্তর: অসংখ্য 




Manifesto এর বাংলা পরিভাষা কী?


উত্তর: ইশতেহার