Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

তারিখবাচক শব্দের ব্যবহার

 তারিখবাচক শব্দ 

বাংলা ব্যাকরণ বিষয়ে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় ৫-৮ টি প্রশ্ন এসে থাকে।শব্দ অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে।তাই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পড়ুন তারিখবাচক শব্দ। 


তারিখবাচক শব্দ কাকে বলে উদাহরণস লিখুন?

বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার হয়েছে তাকে তারিখবাচক শব্দ বলে।


উদহারন হিসাবে বলা যায়, পয়লা বৈশাখ,বাইশে শ্রাবণ ইত্যাদি। 

তারিখবাচক শব্দের প্রথম চারটি(১-৪) হিন্দি নিয়মে সাধিত হয়।আর বাকী শব্দগুলো নিজস্ব ভঙ্গিতে গঠিত হয়।


অংক/সংখ্যা

গণনাবাচক

পূরণবাচক/

ক্রমবাচক

তারিখ বাচক

এক

প্রথম

পহেলা

দুই

দ্বিতীয়

দোসরা

তিন

তৃতীয়

তেসরা

চার

চতুর্থ

চৌঠা

পাঁচ

পঞ্চম

পাঁচই

ছয়

ষষ্ঠ

ছয়ই

সাত

সপ্তম

সাতই

আট

অষ্টম

আটই

নয়

নবম

নয়ই

১০

 

দশ

দশম

দশই

১১

এগারো

একাদশ

এগারই

১২

বারো

দ্বাদশ

বারই

১৩

তেরো

ত্রয়োদশ

তেরই

১৪

চৌদ্দ

চতুর্দশ

চৌদ্দই

১৫

পনেরো

পঞ্চদশ

পনেরই

১৬

ষোলো

ষষ্ঠদশ

ষোলই

১৭

সতেরো

সপ্তদশ

সতেরই

১৮

আঠারো

অষ্টাদশ

আঠারই

১৯

উনিশ

উনবিংশ

উনিশে

২০

কুড়ি /বিশ

বিংশ

বিশে

২১

একুশ

একবিংশ

একুশে



পরিমাণ বা গণনাবাচক শব্দ কোন গুলো?

হালি,ডজন,মিনিট,ঘন্টা,দিন,সপ্তাহ, পক্ষ, মাস,বছর,যুগ,শতাব্দী,হাজার,লক্ষ, নিযুত, কোটি,শ,সহস্রাব্দ,

ন্যূনতাবাচক শব্দ কোনগুলি? 

এক চতুর্থাংশ, সিকি,পোয়া,তেহাই,পৌনে, অর্ধেক,অর্ধ,জোড়া,


আধিক্যবাচক শব্দ 

পূর্ণ সংখ্যার আধিক্য বোঝাতে।যেমন,আড়াই,দেড়,সোয়া,সাড়ে তিন ইত্যাদি। 


বি.দ্রঃ ং এর পর যদি 'শ ' হয় তাহলে তা ক্রমবাচক শব্দ হবে।


আরো পড়ুন 

এগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অবশ্যই  থাকে।

পৃথিবীর বিভিন্ন শহর ও দেশের উপনাম

No comments: