বিপিএসসি নন ক্যাডার এমসিকিউ প্রশ্ন সমাধান
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের(bpsc) অধীনে বন অধিদপ্তরের ফরেস্ট রেঞ্জার mcq প্রশ্নপত্র সমাধান ২০২২
বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক নেয়া পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ফরেস্ট রেঞ্জার ও ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদের এমসিকিউ প্রশ্ন সমাধান।। বিপিএসসি নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২।bpsc jobs mcq Preparetion 2022.
Bpsc non cadre jobs question solution
Bangladesh public service Commission (bpsc) Forest Department exams mcq question solution 2022. Forest Department wild life supervisor mcq question solution 2022
bpsc niog prosno solved 2022
বন অধিদপ্তরের চাকরির প্রশ্ন সমাধান
১.সবুজপত্র পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হতো?
উত্তর:প্রমথচৌধুরী।
২.আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তকের নাম কী?
উত্তর:প্রাঙ্ক
৩.মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে?
উত্তর: কবি আলাওল।
৬.শহীদ বুদ্ধিজীবী দিবসকত তারিখে
উত্তর:১৪ ডিসেম্বর।
৭. which is the plural form?-princes
৮.which gender is th word"parent"?-common.
৯.পৃথিবীর বৃহত্তম বনের নাম অ্যামজন ফরেস্ট।
১০.ক্যালকেরিয়াস মাটিতে কোন মৌল বেশি থাকে?
উত্তর:ক্যালসিয়াম কার্বনেট।
১১.বীরাঙ্গনা কাব্যটি মূলত পত্রকাব্য।
১২.কোন শৈবাল দিয়ে ন্যানোফিল্টার তৈরি করা হয়?
উত্তরঃপিথাফোরা
১৩.মীর মোশাররফ হোসেন এর শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা?
উত্তর:বিষাদ সিন্ধু।
১৪.কিটো প্রটোকল কীসের সাথে সম্পর্কিত?
উত্তর:পরিবেশ।
১৫.নারি কবিতাটি কার লেখা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
১৬.প্লাবল কোন phylumএর প্রাণী?
উত্তর:আর্থ্রোপোডা জাতীয়।
১৭.গভীর জলে বসবাসকারী CAM উদ্ভিদ কোনটি?
উত্তর:succharum sp.
১৮.উয়ারীতে বটেশ্বর কীসের জন্য বিখ্যাত?
উত্তর:প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য
১৯.শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত পত্রিকা কোনটা?
উত্তর:দিগদর্শন
২০.কোন গাছ তার পাতা থেকে জনন প্রক্রিয়া সম্পন্ন করে?
উত্তর:পাথর কুচি
২১.মুরগী শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: হিন্দি।
২২. স্বাধীনতার ঘোষণাপত্রটি সংবিধানের কত নং তফসিলে আছে?
উত্তর: পঞ্চম তফসিলে।
২৩.বিশ্বপরিবেশ দিবসকত তারিখে?
উত্তর:৫ এ জুন।
২৪।বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটা?
উত্তর:শর্মিষ্ঠা।
২৫.কোনটি করোটিক স্নায়ু চক্ষু পেশী সঞ্চালনের সাথে সম্পর্কিত?
উত্তর:অপটিক।
২৬.পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কী?
উত্তরঃ তিমি হাঙর।
২৭. ওষ্ঠ্য বর্ণ কোনটা?
উত্তর:প
২৮. মেঘনাদ কাব্যের সর্গ কয়টি?
উত্তর:৯টি।
২৯.মানবদেহে কোন ব্যাক্টেরিয়া ভিটামিন তৈরি করে?
উত্তর:Escherichia
৩০.বন অধিদপ্তর কর্তৃক ঘোষিত সংরক্ষিত এলাকা কোনটা?
উত্তর:বাঁশখালি ইকোপার্ক।
৩১. রয়েল বেঙ্গল টাইগার এর বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Panthera tigris.
৩২.কী ভেদে ক্রিয়ার রুপের পরিবর্তন হয় না?
উত্তর:অর্থভেদে।
৩৩.বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীনতম শাখা-কাব্য
৩৪.মৃত্তিকা গঠনকারী কয়টি উপাদান রয়েছে?
উত্তর:৪ টি।
৩৫.বঙ্কিমচন্দ্রের উপন্যাস কোনটা?
উত্তর:কপালকুণ্ডলা।
৩৬.পদ্মা সেতুর দৈর্ঘ্য-৬.১৫ কিমি।
৩৭.কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট নয়?
উত্তর: অপশন অনুসারে সালফার।
৩৮.সারা পৃথিবীতে কয় ধরনের মাটি রয়েছে?
উত্তর:১২ ধরনের।
৩৯.LAN এর অর্থ কী?-Local এরিয়া Network.
৪০.মাটির জৈব কার্বন নির্ণয় করার সবচেয়ে প্রচলিত পদ্ধতি কোনটা?
উত্তর:ডিস্টিলেশন পদ্ধতি (সম্ভবত)
৪১.যে মহাদেশে লাং ফিশ পাওয়া যায়?
উত্তর:দক্ষিণ আমেরিকা
৪২.হিউমাসে কার্বন ও নাইট্রোজেন এর অনুপাত কত?
উত্তর:১০:১
৪৩.সালোকসংশ্লেষণকোন আলোতে ভালো হয়?
উত্তর: লাল আলোতে।
৪৪.টাইগার হিল কোথায়?
উত্তর: দার্জিলিংএ
৪৫.বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০ সালে।
৪৬.Ph স্কেল কত থেকে কত?
উত্তর:০-১৪ পর্যন্ত।
৪৭.correct spelling:- Accommodation
৪৮.কোন প্রকার গাছে করচ গাছ পাওয়া যায়?
উত্তর:মিঠাপানির জলাভূমি।
৪৯.মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বরদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটা?
উত্তর: ধীরে বহে মেঘনা।
৫০.kranz এনাটমি কীসে পাওয়া যায়?
উত্তর:আমে।
৫১.মৃন্ময়ী রবীন্দ্রনাথের কোন চরিত্রের ছোটগল্প?
উত্তর: সমাপ্তি।
৫২.ভূত্বকে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ?
উত্তর:অক্সিজেন
৫৩.ক্রিস্টিয়ান রোনালদো কোন ক্লাবে বর্তমানে খেলে?
উত্তর:ম্যানচেস্টার ইউনাইটেড।
৫৪.কোনটি বিশেষণঃ-ধণী।
৫৫.বাংলাভাষায় বর্ণ কয়টি?
উত্তর:৫০
৫৬. বাংলাদেশের NBCSAP কীসের সাথে সম্পর্কিত?
উত্তর:জলবায়ু
৫৭.রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
উত্তর:উপন্যাস।
৫৮.পৃথিবীর শক্তির মূল উৎস কী?
উত্তর:সূর্য।
৫৯.মুনতাসীর ফ্যান্টাসির লেখক কে?
উত্তর: সেলিম আল দীন
৬১.পৃথিবীর কোন দেশে বাঘ নেই?
উত্তর:অপশনে "থাইল্যান্ডএ"।
৬৩.জীবের দ্বি-পদ নামকরণের প্রবর্তক কে?
উত্তর: Linnaeus.
৬৪.কোনটি ইন-সিটু সংরক্ষণে উদাহরণ?
উত্তর: বন্যজীব অভয়ারণ্য।
৬৫.সমগ্র বাংলাদেশকে কয়টি ট্রাক্টে (Tract) ভাগ করা হয়েছে?
উত্তর:৫টি।
৬৬.কত ডেসিবেল এর অধিক শব্দ পরিবেশকে দূষিত করে?
উত্তর:৬০ ডেসিবল।
৬৭.মরুভূমির গাছ কী নামে ডাকা হয়?
উত্তর: জেরোফাইট।
৬৮.সালোকসংশ্লেষণগাছের কোন অংশে ঘটে?
উত্তর:পাতায়
৬৯.চর্যাপদে কতজন কবির কবিতা আছে?
উত্তর:২৪ জন।
৭০.বাংলাদেশে কত শতাংশ বনভূমি রয়েছে?
উত্তর:১৭শতাংশের মত।
৭১.চা গাছে রোগসৃষ্টি করে কে?
উত্তর:ব্যাকটেরিয়া।
৭২.Loomed is related to-----
Ans:moon.
৭৩.বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর:১৫৩ টি।
৭৪.নেপালএর প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর:শের বাহাদুর দেউবা।
৭৫.কোনটা লোনা পানিতে জন্মায় না।
৭৬.প্রাথমিক রঙ কোনটা?
উত্তর:সবুজ।
৭৭.প্রাচীনতম চণ্ডীদাস কে?
উত্তর: বডু চণ্ডীদাস।
৭৮.কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উত্তর:কবি শামসুর রহমানকে।
৭৯.মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কোনটা?
উত্তর:হাঙর নদী গ্রেনেড।
৮০.মুজিবনগর সরকার গঠন করা হয় কবে?
উত্তর:১০ এপ্রিল ১৯৭১
৮১.ক্ষুদ্রতম জলজ প্রানী কোনটা?
উত্তর:wolffia Arrhiza
৮২.জীবানু ধ্বংস করতে কোন রশ্মি ব্যবহার হয়?
উত্তর:অতি বেগুনি রশ্মি।
Bpsc non cadre jobs question solution 2022
Bangladesh public service Commission bpsc Asst programmer jobs question solution September 2022 bpsc mcq type written question solution
কোনটি তারিখ বাচক শব্দ?
উত্তর: পহেলা
বাঙালী রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর: রাজা প্রতাপাদিত্য চরিত্র
The door opened Automatically, the verb in this sentence is...
Ans: intransitive
বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তর: ৭ মার্চ ১৯৭৩ সালে।
কম্প্রোট্রেলার এ অডিটর জেনারেল পদটি কোন ধরনের?
উত্তর: সাংবিধানিক
The engineer insists on------good materials.
Ans: using
The antonyms of the copious means
Ans: Scanty
শিষ্টাচার শব্দের সমার্থক কোনটি?
উত্তর: সদাচার
প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ খাদ্যশস্য Consume হয়?
উত্তর:
ফররুখ আহমেদ এর নৌফের ও হাতেম কোন শ্রেণির নাটক?
উত্তরঃ কাব্যধর্মী
ভাষার মূল উপকরণ কী?
উত্তর:
ধাতু কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
বাংলা ভাষায় ছন্দের জাদুকর কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত
Correct sentence
Tell me what your name is.
Identify the female gender.
Ans: spinster
বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তর: কাব্য
which one is an embedded operating system?
উত্তর: Unix
Look before you leap. Here "before" is used as a/an
Ans: Conjunction
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটা?
উত্তরঃ হীরা
ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত?
উত্তর: ৩৭১৫ কি.মি।
A computer programme that converts an entire programme into machines language is called a/an
Ans: compiler
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তর: ওশেনিয়া
দুধ থেকে দই হয় এখানে দুধ কোন অর্থে অপাদান কারক?
উত্তর: জাত
Meter is------- unit of length.
Ans: The
বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
উত্তর: ছয়টি
ক্রোধানল শব্দটি কোন সমাস
উত্তরঃ রুপক কর্মধারয়
which of the following modifier can not be applied to a method in C++
Ans: Abstract
Which one of the following is not a web browser?
Ans: Facebook
He said to me, "thank you"
Ans: He thanked me.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এসেম্বলিতে বসার জন্য তৎকালীন সরকারকে কয়টি শর্ত দিয়েছিলেন?
উত্তর: ৪ টি।
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: আগুনের পরশমণি।
সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: আদিত্য
Correctspelling:
Adolescence
মানব উন্নয়ন সূচক কোন সংখ্যা প্রকাশ করে?
উত্তর: UNDP
Who is the controlling Domain in the world?
Ans: WWW3
গুড ফ্রাইডে চূক্তি কোন দেশের শান্তি প্রতিষ্ঠায় করা হয়েছিল?
উত্তর: আয়ারল্যান্ড
which language is directly understood by the computer without translating?
Ans: Machine language
খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়গুলো চিন্তা করতে হয়?
উত্তর: মূল্য, সহজলভ্যতা, ক্রয়ক্ষমতা।
Sumita was so sound asleep that it was most difficult to----- her.
Ans: Rise
জাতিসংঘের কোন সংস্থা LDC থেকে Developing country এবং Developed country বিষয়টা নির্ধারণ করে?
উত্তর: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
গ্রীনল্যান্ড কোন দেশ দ্বারা শাসিত অথবা নিয়ন্ত্রিত?
উত্তর: ডেনমার্ক
A doctor who treats kidney patients is known as an----
Ans: Urologist
কোন গ্রন্থটি মহাকাব্য?
উত্তর: বৃত্তসংহার
বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ কতসালে গঠিত?
উত্তর: ১৯১১ সালে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়?
উত্তর: ১৭ বার।
Two sets are called disjoint if there -----is in empty sets
Ans: intersection
রবীন্দ্রনাথের কোন ছোট গল্পটি উপন্যাস এর পর্যায়ে পড়ে?
উত্তর: নষ্টনীড়
কাঁদো নদী কাঁদো এর রচয়িতা কে?
উত্তর: সৈয়দ ওয়ালিউল্লাহ
ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন মারা যান কোথায়?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে।
In cryptography RSA is
Ans: Asymmetric key based
DNS port number is---
Ans: 53
You can park on ----- side of street.
Ans: both
জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
CIRDAP এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকা
the synonym of the word docile means
Ans: obedient
Do not worry ---- me
Ans: About
Which technology is used in Compact Disc
Ans: Electromagneting
বাংলা সাহিত্য কোন শতকে শুরু হয়?
উত্তর: উনিশ শতকে
বঙ্গবন্ধু কোথায় ঐতিহাসিক ছয় দফা দাবী পেশ করেন?
উত্তর: লাহোরে
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কথা কার
উত্তর: চণ্ডীদাস
সূর্যের আলো পৃথিবীতে আসতে কত মিনিট সময় লাগে?
উত্তর: ৮ মিনিট
মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মোহাম্মদ সগীর।
আমার দেখা নয়া চীন গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
পদ। উপসহকারী প্রকৌশলী
নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? (গ) প্রাকৃতিক গ্যাস।
2. What is the meaning of the phrase 'on thin ice'?--- risky situation
'আকাশ' এর সমার্থক শব্দ কোনটি? – (ঘ) অম্বর।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি'-পংক্তিটি কার রচনা? – (গ)মদনমোহন তর্কালঙ্কার।
'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'—এটি কোন শ্রেণির
বাক্য? — (ঘ) যৌগিক বাক্য।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেসকো কোন সালে বিশ্ব-ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়? – (গ) ২০১৭।
‘উপকারীর উপকার স্বীকার করে যে'—বাক্যটির বাকা সংকোচন কোনটি? – (ঘ) কৃতজ্ঞ।
কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি? – (ক) ৪°C
৩৭. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? – (খ) দুইটি।
৩৮. মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল – (খ) ১৮২৪।
৩৯. ‘অপর্ণ' শব্দের বিপরীতার্থক শব্দ হলো– (খ) গ্রহণ।
80. Which one is the correct spelling? – (খ) liaison।
83. He is very good-Mathematics. -
৪২. বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগদান করেন?— (ঘ) রাষ্ট্রপতি।
৪৩. SAARC সদর দপ্তর কোথায় অবস্থিত? – (ক) কাঠমুণ্ডু।
৪৪. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?— (ক) ইরাক।
৪৫. 'পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা?—
(ঘ) কাব্যনাটক।
৪৬. ‘সাঁঝের মায়া' কবিতাটির রচয়িতা—(গ) সুফিয়া কামাল।
89. Which one is the correct option? Would you mind— the door. - (গ) closing
৪৮. Choose the correct option: Neither she nor her parents-aware of this. (ঘ) were
89. Complete the Sentence: is observed as the Independence Day of Bangladesh. – (গ) 26th March
৫০. নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? (গ) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।
51. What is the antonym of discrepancy? – (ক) similarity
৫২. Sustainable Development Goals-এর Goal কয়টি?— (গ) ১৭টি
৫৩. ‘কেতাদুরস্ত’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?– (খ) পরিপাটি।
৫৪. বিশুদ্ধ পানির pH কত?— (ক) ৭।
What would be the most appropriate word
for the gap? Pollution appears to be-in urban areas due to industrialization. – (ঘ) severe
৫৬. তাপ সঞ্চালনের মাধ্যম কয়টি?— (ক) ৩টি ।
৫৭. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ— (খ) বর্ণনাতীত ।
b. Which one of the following is a singular
number?– (ঘ) thesis |
৫৯. ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি' কোথায় অবস্থিত?
(খ) নেত্রকোণা।
৬০. ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
(ঘ) মরক্কো
3. Use the right form of verb in the following
sentence. I wish it Train so often. -
(4) does not () did not ( গ ) would not (ঘ) do not
No comments:
Post a Comment