ফকির বংশের নামকরণ কিভাবে হলো?

ফকির বংশ কারা?

 ফকির পদবী এসেছিল সন্ন্যাসবৃত্তি থেকে।ফকির আরবি শব্দ যার অর্থ নিঃস্ব। একসময় আরবের বিভিন্ন দেশ থেকে খালি হাতে ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে উপমহাদেশে এসেছিলেন লোকে তাদেরকে ফকির বলে সম্বোধন করতো।তারাও এই পদবী গ্রহণ করেছিলেন। 

Previous Post Next Post