Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৩/১২/২০২১

জসিমউদদীন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলি

পল্লী কবি জসিমউদদীন কোথায় জন্মগ্রহণ করেন?

 মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম,ফরিদপুর। 


জসীমউদ্দিন এর উপাধি কী?

উত্তর: পল্লীকবি 


ছাত্রাবস্থায় জসিমউদদীন এর কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়?

উত্তর: কবর কবিতা


ঠাকুর বাড়ির আঙিনা কার রচনা?

উত্তর: জসীমউদ্দীনের রচনা।


রাখালী কাব্যটি কার রচনা?

পল্লীকবি জসীমউদ্দিনের। 


তাম্বূল খানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি?

উত্তর: জসীমউদ্দিন। 

কবর কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উত্তর: কল্লোল পত্রিকা। 


কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর: রাখালী


কবি জসীমউদ্দিন মারা যান কবে?

উত্তর: ১৯৭৬ সালে।




জসীমউদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? 

উত্তর: ধানক্ষেত 


জসীমউদ্দিন এর আসমানী চরিত্রের বাড়ি কোথায়?

উত্তর: ফরিদপুর 


কবি জসিমউদদীন এর শিশুতোষ গ্রন্থের নাম কী?

এক পয়সার বাঁশী

কবর কবিতাটি কোন ছন্দে রচিত? 

উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে। 

জসীমউদ্দিন রচিত একমাত্র উপন্যাস কোনটি?

উত্তর: বোবা কাহিনী

জসিমউদদীন এর উপাধি কি?

উত্তর: পল্লীকবি 

জসীমউদ্দিন এর ছদ্মনাম কী? 

জামীরউদ্দিন মোল্লা 

জসিমউদদীন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলি