নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ এর পূর্ব নাম কি
ব্যাখ্যাঃ- নিঝুম দ্বীপ নোয়া জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। নিঝুম দ্বীপের অপর নাম বাউলার চর। এই দ্বীপের চারপাশে প্রচুর বালি থাকায় স্থানীয়রা বাউলার চর বলে ডাকতো।একে চর-ওসমানও বলা হতো।কারন ওসমান নামের এক ব্যাক্তি প্রথম এখানে বসতি গড়ে।আবার এখানে প্রচুর ইচ্ছা মাছ পাওয়া যেত বলে একে অনেকে ইছামতীর চরও বলে। নিঝুম দ্বীপকে ২০০১ সাল থেকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন