স্যান্ড পেপার বা শিরিষ কাগজে এর উৎপত্তির ইতিহাস 

হাজার হাজার বছর ধরে মানুষ হাতের কাজকে সূক্ষ্ণ, মসৃন ও চাকচিক্যময় করার জন্য শিরিষ কাগজ ব্যবহার করে আসছে।ঠিক কবে থেকে মানুষ শিরিষ কাগজ ব্যবহার করছে তা জানা না গেলেও স্যান্ড স্টোন ঘষে পিরামিড তৈরির কৌশল উদ্ভাবন করেছিল মিশরীয়রা। এরপর চীনা বিজ্ঞানীরা আধুনিক  স্যান্ড পেপার বা শিরিষ কাগজ তৈরির কৌশল রপ্ত করে।১৩ শতকের গোড়ার দিকে তারা শক্ত বীজ চূর্ণ, শক্ত খোসা কুচি, বালি ও প্রাকৃতিক আঠা দিয়ে শিরিষ কাগজ তৈরি করে।১৮৩৩ সালে বানিজ্যিকভাবে আধুনিক গ্লাস পেপার তৈরি হয় লন্ডনে। 

কিভাবে শিরিষ কাগজ তৈরি করা হয়?

আধুনিক শিরিষ কাগজ তৈরি করতে সিলিকন কার্বাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা  হয়। সাধারণত বব-মেটাল বা অধাতব বস্তু ঘষে মসৃন করতে  সিলিকন কার্বাইড শিরিষ কাগজ  ব্যবহার করা হয়। আর মেটাল বা শক্ত কোন ধাতব বস্তুর ঘষতে অ্যলুমিনিয়াম অক্সাইডের শিরিষ কাগজ ব্যবহার হয়।


Previous Post Next Post