Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৮/০১/২০২২

বিশ্বের বিখ্যাত দর্শনীয় স্থান ও বস্তু

 বিখ্যাত স্থান সমূহ 

আন্তর্জাতিক বিষয়াবলী অংশে পিএসসি, বিপিএসসি নন ক্যাডার প্রীলি পরীক্ষায় ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ১ মার্কসের প্রশ্ন আসতে দেখা যায়। তাই চাকরির পরীক্ষায় আসার মত বিখ্যাত স্থান সম্পর্কে  গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান দেয়া হলো।

পৃথিবীর বিখ্যাত দর্শনীয় স্থান 

১. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? 

উত্তর: ফ্রান্সের প্যারিসে।

২. লন্ডন ব্রীজ কোথায়?

উত্তর: লন্ডনে 

৩. তাজমহল ভারতের কোথায় অবস্থিত? 

উত্তর: আগ্রায়

৪. ব্রিসবন শহরটি কোথায়? 

উত্তর: লন্ডন, ইংল্যান্ড 

৫. ওভাল স্টেডিয়াম কোথায়?

উত্তর: লন্ডন 

৬. উইম্বলডন কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

৭. ওয়েস্ট মিনিস্টার অ্যাবে কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

৮. বার্মিংহাম  কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

৯. গ্রীনিচ মান মন্দির কোথায়? 

উত্তরঃ লন্ডন 

১০. ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত?.

উত্তর: লন্ডন 

১১. হোয়াইট হল কোথায়? 

উত্তর: লন্ডন 

১২. ডাইনিং স্ট্রীট ১১ নং কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

১৩. মসজিদে নববী কোথায় অবস্থিত? 

উত্তর: মদিনা, সৌদি আরব 

১৪. ভিয়েন আন মেন স্কোয়ার কোথায় অবস্থিত? 

উত্তর: বেইজিং, চীন

১৫. ওয়াটার লু কোথায়?

উত্তর: বেলজিয়াম

১৬. ভাসমান মসজিদ কোথায়?

উত্তর: কাসাব্ল্যাংকা, মরক্কো

১৭. ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? 

উত্তর: টোকিও, জাপান

১৮. হোয়াইট হাউস কোথায় অবস্থিত? 

উত্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

১৯. হলিউড কোথায় অবস্থিত? 

উত্তর: লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র

২০. গ্রেট হল কোথায় অবস্থিত? 

উত্তরঃ চীন

২১. বিশ্বের দীর্ঘ মহাপ্রাচীর কোথায় অবস্থিত? 

উত্তর: চীন

২২. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? 

উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

২৩. কাবা শরীফ কোথায় অবস্থিত? 

উত্তর: মক্কা, সৌদি 

২৪. আল আকসা কোথায় অবস্থিত? 

উত্তর: জেরুজালেমে 

২৫. ব্লু হাউজ কোথায় অবস্থিত? 

উত্তর: সিউল,দক্ষিণ কোরিয়া

২৬. কলোসিয়াম কোথায় অবস্থিত? 

উত্তরঃ রোম ইতালি

২৭. পিরামিডের দেশ কোনটি? 

উত্তরঃ মিশর

২৮. ক্রেমিলন কোথায় অবস্থিত? 

উত্তর: মস্কো,রাশিয়া

২৯. রেড স্কোয়ার কোথায় অবস্থিত? 

উত্তর: মস্কো,রাশিয়া

৩০. কুবে প্যালেস কোথায় অবস্থিত? 

উত্তর: কায়রো,মিসর

৩১. সেন্ট সোফিয়া কোথায় অবস্থিত? 

উত্তর: ইস্তাম্বুল, তুরস্ক 

৩২. কারবালা কোথায়?

উত্তর: ইরাক

৩৩.এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত?

উত্তর: প্যারিস, ফ্রান্স

৩৪. ইন্ডিপেভেনস হল কোথায় অবস্থিত? 

উত্তর: ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র

৩৫. মালাবার হিল কোথায় অবস্থিত? 

উত্তর: মুম্বাই, ভারত