চাকরির প্রস্তুতিতে এ যাবতকালের সেরা সংগ্রহ 

বিগতসালের বাংলা ব্যাকরণের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেয়া হলো।এগুলো ঘুরেফিরে প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়

bpsc question solution

১. ব্যাকরণ শব্দের অর্থ কি? 

উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ 

২. ব্যাকরণ কোন ধরনের শব্দ? 

উত্তর: তৎসম 

৩. মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

উত্তর: ৭ টি

৪. বাংলা লিপিকর উৎস কোনটি?

উত্তর: ব্রাহ্মি লিপি

৫. ভাষার মৌলিক অংশ কয়টি?

উত্তর: চারটি

৬. ধ্বনি নির্দেশক প্রতীককে কী বলে?

উত্তরঃ বর্ণ

৭. প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? 

উত্তর: রূপতত্ত্বে

৮. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? 

উত্তর: ধ্বনিতত্বে

৯. ক্রিয়ার কাল ও পুরুষ কোন অংশে আলোচিত হয়? 

উত্তর: রূপতত্ত্বে


১০. মাত্রার ভিত্তি করে বর্ণ কয় প্রকার?

উত্তর: তিন প্রকার ( মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা) 

১১. ঔ কোন ধরনের বর্ণ?

উত্তর: যৌগিক বর্ণ।


১২. শ,স,ষ,হ কোন ধরনের বর্ণ? 

উত্তর: উষ্মবর্ণ 

১৩. পূর্ণ মাত্রার বর্ণ কয়টি?

উত্তর: ৩২ টি

১৪. মাত্রাহীন বর্ণ কয়টি? 

উত্তর: ১০ 

১৫. অর্ধমাত্রার বর্ণ কয়টি? 

উত্তর: ৮ টি


১৬. ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? 

উত্তর: বর্ণ

১৭. ষ্ণ বর্ণ কীভাবে গঠিত? 

উত্তর: ষ্+ণ


১৮. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কী চিহ্ন ব্যবহার হয়?

উত্তর: দাঁড়ি

১৯. উদ্ধোরণ চিহ্নের পূর্বে খন্ডবাক্যর শেষে কোন চিহ্ন ব্যবহার হয়।

উত্তর: কমা (,)

২০. বাড়ি বা রাস্তার নামের পর কোন বিরাম চিহ্ন বসে?

উত্তর: কমা

২১.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে হলে কোন চিহ্ন বসে?

উত্তর: সেমিকোলন 

২২. বিরাম চিহ্নের অপর নাম কী? 

উত্তর: ছেদ চিহ্ন 

২৩.  বক্তার প্রত্যক্ষ উক্তি অন্তর্ভুক্ত করার জন্য কোন চিহ্ন ব্যবহার হয়? 

উত্তর: উদ্ধোরণ চিহ্ন 

২৪. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার হয়?

উত্তর: বিন্দু

২৫. সমাসদ্ধ পদের অংশকে বিচ্ছিন্ন করে দেখাতে কোন চিহ্ন ব্যবহার হয়?

উত্তর: হাইফেন (-)

২৬. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন চিহ্ন বসে?

উত্তর: কমা

২৭. দাঁড়ি কোন ধরনের বিরাম চিহ্ন?

উত্তর: পূর্ণচ্ছেদ 

২৮. সম্বোধনের পর কোন চিহ্ন বসে? 

উত্তর: কমা


বিগত ২০ বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা শুদ্ধ বানান 

প্রোজ্জ্বল, ত্রিভুজ, স্বায়ত্তশাসন, পিনাক, নির্নিমেষ,মন্ত্রিসভা, জন্মবার্ষিক, পসারিণী, লবণ, আভ্যন্তর,দূরাবস্থা, ধূলিস্মাৎ, স্বান্তনা,নিক্বণ, আভ্যন্তরীণ,,বিভূতিভূষণ,শুশ্রূষা, নিমীলিত,নিরীহ, মূহুর্ত,শ্রদ্ধাঞ্জলি, তিতিক্ষা, চাণক্য,মন্ত্রিপরিষদ,আদ্যাক্ষর, আনুষঙ্গিক, বিভীষিকা, মুহূর্ত, সমীচীন, মুমূর্ষু, আসক্তি, দূষিত,দূষণ, গৃহস্থ, গণিকা, শোণিত,গণনা,অতিথি, ঝঞ্ঝাট, স্বতঃস্ফূর্ত, মরিচীকা, ঔজ্জ্বল্য, মনঃকষ্ট, দারিদ্র্য, দূরীভূত, কনিষ্ঠ, রীতিনীতি, যথোচিত, সৌজন্য, ভবিষ্যৎ,বুদ্ধিজীবী, ষাণ্মাসিক, নিশীথিনী 


বিগতসালের শুদ্ধ বাক্য

ক. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা 

খ. আমার বড় দুরবস্থা 

গ. আমি সাক্ষ্য দিয়েছি

ঘ. তুমি,শফিক ও আমি সিনেমা দেখতে যাব।

ঙ. তাহার জীবন সংশয়াপূর্ণ

চ. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। 


বিগত সালের নিয়োগ পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমাস

১. মেনিমুখ কোন সমাস?

উত্তর: মধ্যলোপী কর্মধারয় 

২. অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটা?

উত্তর: ন আদর ( নঞ তৎপুরুষ সমাস) 

৩. রাজর্ষী এর ব্যাসবাক্য কোনটা? 

উত্তর: যিনি রাজা তিনি ঋষি 

৪. জায়া ও পতি এর সমাস কী হবে?

উত্তর: দম্পতি 

৫. মনমাঝি এর সমাস কী হবে? 

উত্তর: মন রুপ মাঝি ( রুপক কর্মধারয়) 

৬. মধুমাখা কোন ধরনের সমাস? 

উত্তর: তৎপুরুষ সমাস 

৭. লাঠালাঠি কোন ধরনের সমাস? 

উত্তর: ব্যতিহার বহুব্রীহি 

৮. আয়-ব্যয় কোন ধরনের দ্বন্দ্ব? 

উত্তর: বিপরীতার্থক দ্বন্দ্ব 

৯. দ্বিগু সমাস কাকে বলে?

উত্তর: সমাহার, বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ বসলে।

১০. ঘরে-বাইরে কোন ধরনের দ্বন্দ্ব? 

উত্তর: অলুক দ্বন্দ্ব 

১১. উপমান শব্দের অর্থ কি? 

উত্তর: তুলনীয় বস্তু 

১২. সেতার কোন ধরনের সমাস? 

উত্তর: দ্বিগু

১৩. চৌরাস্তা কোন ধরনের সমাস? 

উত্তর: দ্বিগু সমাস 

১৪. বিশেষনের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?

উত্তর: 




Previous Post Next Post