লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ

উত্তর: নাউরু। এর রাজধানীর নাম ইয়ারেন।এটার আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। এটা প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ার  একটি দ্বীপরাষ্ট্র। আয়তনে বিশ্বের ২২৪ তম অবস্থানে রয়েছে।


নাউরু সম্পর্কে

প্রায় ৩০০০ বছর পূর্বে  এই দ্বীপে মাইক্রোনেশীয় ও পলিনেশীয়রা বসবাস করত। পরবর্তীতে এই রাষ্ট্র জার্মানির দখলে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের ম্যান্ডেট এলাকায় পরিনত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান নাউরু দখল করে নেয়।১৯৬৮ সালে নাউরু স্বাধীনতা লাভ করে।

Previous Post Next Post