Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

আপনি কী জানেন?-মজার মজার সাধারণ জ্ঞান

 মজার মজার সাধারণ জ্ঞান 

 জগতের কতটুকু তথ্য আমাদের অজনা। কত প্রাণী,ইতিহাস-ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান আমরা জানি না।মানুষ গবেষণা করছে আরো করবে।ইন্টারনেট এর কল্যাণে আমরা খুব সহজে নতুন নতুন জানতে ও জানাতে পারছি। মজার মজার তথ্য জানতে পড়ুন। জানা-অজানা অনেক কিছু।

অজানাকে জানুন


মজার মজার জানা অজানা তথ্য


 ১.সবচেয়ে বেশি ফুটবল কোথায় তৈরি করা হয়?

উত্তর: বিশ্বের ৮০ শতাংশ ফুটবল পাকিস্তানে তৈরি হয়।

 ২.টেলিফোনে  বলা প্রথম কথাটি কী ছিল?

উত্তর:Mr.Watson Come here. I want to see you. এই বাক্যা দুটি প্রথম টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেল প্রথম বলেছিলেন। 

৩.হাতের নখ কী পরিমাণ বাড়ে?

উত্তর: বছরে ২সেমি বাড়ে।আর পায়ের নখ থেকে হাতের নখ চারগুন বাড়ে।

৪.পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কী? 

উত্তর: এন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি 

৫.যখন আপনি হাঁচি দেন তখন কিছু সময়ের জন্য শরীরের সব কিছু বন্ধ হয়ে যায়। 

৬.বাঁদুর কি হাঁটতে পারে?

উত্তর: না বাঁদুর হাঁটতে পারে না। কারণ তাদের পা অনেক হালকা।

৭.পান্ডা দিনের  বারো ঘন্টা পার শুধু বাঁশের কচি ডগা খেয়ে খেয়ে।

৮. প্রথম আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠান কোথায় তৈরি হয়েছিল? 

উত্তর: ভারতে।

৯. চিংড়ী মাছের হৃদপিণ্ড কোথায় থাকে?

উত্তর: চিংড়ি মাছের হৃদপিণ্ড তার মাথায় থাকে।

১০. তরল অক্সিজেন এর রং কী?

উত্তর: নীল।

১১.পৃথিবীর সবচেয়ে ছোটি পাখি হামিং বার্ড এর হৃদস্পন্দন মিনিটে ১০০ বারেরও বেশি হয়ে থাকে। 

১২.ইংরেজিতে সবচেয়ে ছোট বাক্য কোনটা?

উত্তর:I am.

১৩. বিশ্বের সবচেয়ে কম রৌদ্রময় জায়গা কোনটা?

উত্তর:সাউথ পোল।

১৪.রংধনু দেখার উপযুক্ত জায়গা কোনটা?

উত্তর: Hawaii.

১৫. ওক গাছের বীজ হতে কত বছর সময় লাগে?

উত্তর:৫০ বছরের পূর্বে ওকে গাছ বীজ দেয় না।

১৬. পৃথিবীতে গাছ জন্মাবার পূর্বে কী ছিল?

উত্তর: সাদা মাশরুম(giant)

১৭.ভেনাস(Venus) গ্রহটা  একটি দেবীর নামে নামকরণ করা হয়েছে। 

১৮. তাপমাত্রা ভেদে পানির পড়ার শব্দ আলাদা হয়ে থাকে।

১৯. আব্রাহাম লিংকন একজন পেশাজীবি কুস্তিগির ছিলেন। 

২০. বাদুড় উল্টো ঝুলে বাচ্চা প্রসব করে।

২১. পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সার ফসিলটা পাওয়া গেছে কোথায়?

উত্তরঃ চীনে।

২২. কোন পোকার ফুসফুস নাই?

উত্তরঃ পিঁপড়ার কোন ফুসফুস নেই।তারা শরীরে ছোট ছোট ছিদ্র দিয়ে শ্বাস নেয়।

২৩.রাণী পিঁপড়া ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। 

২৪.প্রজাতিরা পা দিয়ে স্বাদ গ্রহণ করে।

২৫.মধু মৌমাছিরা মানুষের চেহেরা চিনতে পারে।

২৬.গৌতম বৌদ্ধ নেপালে জন্মগ্রহণ করলেও বেশির ভাগ সময় তিনি ভারতে কাটিয়েছেন।

২৭. জুপিটার গ্রহ সূর্যের চারিদিকে এক ঘূর্ণন সম্পন্ন করেত ১১.৮ বছর সময় লাগে। 

২৮.পৃথিবীর আভ্যন্তরীণ তাপমাত্রা সূর্য পৃষ্ঠের ন্যায় উত্তপ্ত। 

২৯. ইউরেনাস গ্রহে ডায়মন্ড বা হীরক বৃষ্টি হয়।

৩০.গোটা ইউনিভার্সে ৬৮ শতাংশ ডার্ক এনার্জি ও ২৭ শতাংশ ডার্ক ম্যাটার রয়েছে যা আমরা দেখতে পায় না। এমনকি টেলিস্কোপ দিয়েও না।আর বাকী ৫ শতাংশ আমরা দেখতে পায়।।



কোন মন্তব্য নেই: