ভয় বা ডর কী?  What is fear or phobia

যখন আমাদের মন-মস্তিস্ক কোনকিছু দেখে উৎকন্ঠিত হয়,দূরে সরে আসে বিপদ হতে পারে ভেবে,ক্ষতি হতে পারে  এমন চিন্তা করে তখন সেটাকে ভয় বলে।

সব ভয় রোগ নয়।বিপদ হতে পারে, প্রাণনাশ ঘটতে পারে এমন কিছু দেখে ভয় পাওয়া অমূলক নয়।কিন্তু সাধারণ কোনকিছু যেমন গাছ দেখে ভয় পাওয়া,বিড়াল দেখে ভয় পাওয়া,ভিড় দেখে পাওয়া এগুলো হালকা মানসিক রোগ বলা যেতে পারে। 

বিভিন্ন প্রকার ভয়ের নাম

প্রেম-ভালবাসাকে ভয় পাওয়া-Philophobia.

বিয়ে ভয় পাওয়াকে কী বলে?-

উত্তর:Gamophobia

পানি দেখে ভয় পাওয়াকে বলে-Hydrophobia

সুন্দরী নারী দেখে ভয় পাওয়াকে বলে Venustraphobia or Caligynephobia

অন্ধকার দেখে ভয় পাওয়া কোন ধরনের রোগ?

উত্তর:Achluophobia বলে।

কাগজ বা কাগুজে কোন কিছু দেখে ভয় পাওয়া কোন ধরনের রোগ?

উত্তর: Papyrophobia বলে।

রোগ দেখে ভয় পাওয়াকে কী বলে?

উত্তর:Pathophobia.

মানুষ দেখে ভয় পাওয়া-Androphobia.

স্কুল দেখে ভয় পাওয়াকে বলে-Scolionophobia.

কুকুর দেখে ভয় পাওয়াকে বলে-Cynophobia.

ফুল দেখে ভয় পাকে বলে-Anthophobia

সংস্পর্শে আসার ভয়কে বলে-aphenphosmphobia.

মাকড়সা দেখে ভয় পাওয়াকে বলে-Arachnophobia.

মৃত কোন কিছু দেখে ভয় পাওয়াকে বলে-Achrophobia.

মুরগ দেখে ভয় পাওয়াকে বলে-Alektorophobia

রক্ত দেখে ভয় পাওয়াকে বলে-hemophobia

মানুষের সাথে কথা বলার ভয়কে-Glossophobia


পাখি দেখে ভয় পাওয়াকে বলে-ornitophobia

সূর্যের আলোকে ভয় পাওয়া-Heliophobia.

বৃষ্টিপাতকে ভয় পাওয়াকে বলে-ombrophobia.

জীব-জন্তু দেখে ভয় পাওয়াকে বলে-Zoophobia.

চন্দ্র বা চাঁদ দেখে ভয় পাওয়াকে বলে-selenophobia

একা হয়ে যাওয়ার ভয়কে বলে-Autophobia.

সূচ অথবা সূচালো কিছু দেখে ভয় পাওয়াকে বলে-Aichphobia

বই দেখে ভয় পাওয়াকে বলে-bibliophobia.

উচ্চতা ভিতিকে বলে- hightphobia

বাচ্চাদের ভয় পাওয়াকে বলে-pedophobia

মানুষ কিংবা সমাজ দেখে ভয় পাওয়াকে বলে-Anthropophobia

গাড়ি চালানোর ভয়কে বলে-Amexophobia

ঘোড়া দেখে ভয় পাওয়াকে বলে-Equinophobia.

ময়লা এবং জীাবনু দেখে ভয় পাওয়াকে বলে-mysophobia.


সাপ দেখে ভয় পাওয়াকে বলে-Ophidiophobia.

গতি দেখে ভয় পাওয়াকে বলে- tachophobia.

ঘুম ভয় পাওয়াকে বলে-Somniphobia.


গোলযোগ ভয় পাওয়াকে বলে-Acousticophobia.

আগন্তুক বা বিদেশি দেখে ভয় পাওয়াকে বলে-Xenophobia

আগুন দেখে ভয় পাওয়াকে বলে-Pyrophobia.


অনেক মানুষের ভীড় দেখে ভয় পাওয়াকে বলে-Agoraphobia

অন্ধকার দেখে ভয় পাওয়াকে বলে-Nyctophobia.

বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাওয়াকে বলে-Astraphobia.

রাত দেখে ভয় পাওয়াকে বলে-Noctiphobia.

বিড়াল দেখে ভয় পাওয়াকে বলে-Elurophobia

গাছ-গাছালিতে ভয় পাওয়া-Dendrophobia.



Previous Post Next Post