ভয় বা ডর কী? What is fear or phobia
যখন আমাদের মন-মস্তিস্ক কোনকিছু দেখে উৎকন্ঠিত হয়,দূরে সরে আসে বিপদ হতে পারে ভেবে,ক্ষতি হতে পারে এমন চিন্তা করে তখন সেটাকে ভয় বলে।
সব ভয় রোগ নয়।বিপদ হতে পারে, প্রাণনাশ ঘটতে পারে এমন কিছু দেখে ভয় পাওয়া অমূলক নয়।কিন্তু সাধারণ কোনকিছু যেমন গাছ দেখে ভয় পাওয়া,বিড়াল দেখে ভয় পাওয়া,ভিড় দেখে পাওয়া এগুলো হালকা মানসিক রোগ বলা যেতে পারে।
বিভিন্ন প্রকার ভয়ের নাম
প্রেম-ভালবাসাকে ভয় পাওয়া-Philophobia.
বিয়ে ভয় পাওয়াকে কী বলে?-
উত্তর:Gamophobia
পানি দেখে ভয় পাওয়াকে বলে-Hydrophobia
সুন্দরী নারী দেখে ভয় পাওয়াকে বলে Venustraphobia or Caligynephobia
অন্ধকার দেখে ভয় পাওয়া কোন ধরনের রোগ?
উত্তর:Achluophobia বলে।
কাগজ বা কাগুজে কোন কিছু দেখে ভয় পাওয়া কোন ধরনের রোগ?
উত্তর: Papyrophobia বলে।
রোগ দেখে ভয় পাওয়াকে কী বলে?
উত্তর:Pathophobia.
মানুষ দেখে ভয় পাওয়া-Androphobia.
স্কুল দেখে ভয় পাওয়াকে বলে-Scolionophobia.
কুকুর দেখে ভয় পাওয়াকে বলে-Cynophobia.
ফুল দেখে ভয় পাকে বলে-Anthophobia
সংস্পর্শে আসার ভয়কে বলে-aphenphosmphobia.
মাকড়সা দেখে ভয় পাওয়াকে বলে-Arachnophobia.
মৃত কোন কিছু দেখে ভয় পাওয়াকে বলে-Achrophobia.
মুরগ দেখে ভয় পাওয়াকে বলে-Alektorophobia
রক্ত দেখে ভয় পাওয়াকে বলে-hemophobia
মানুষের সাথে কথা বলার ভয়কে-Glossophobia
পাখি দেখে ভয় পাওয়াকে বলে-ornitophobia
সূর্যের আলোকে ভয় পাওয়া-Heliophobia.
বৃষ্টিপাতকে ভয় পাওয়াকে বলে-ombrophobia.
জীব-জন্তু দেখে ভয় পাওয়াক বলে-Zoophobia.
চন্দ্র বা চাঁদ দেখে ভয় পাওয়াকে বলে-selenophobia
একা হয়ে যাওয়ার ভয়কে বলে-Autophobia.
সূচ অথবা সূচালো কিছু দেখে ভয় পাওয়াকে বলে-Aichphobia
বই দেখে ভয় পাওয়াকে বলে-bibliophobia.
উচ্চতা ভিতিকে বলে- hightphobia
বাচ্চাদের ভয় পাওয়াকে বলে-pedophobia
মানুষ কিংবা সমাজ দেখে ভয় পাওয়াকে বলে-Anthropophobia
গাড়ি চালানোর ভয়কে বলে-Amexophobia
ঘোড়া দেখে ভয় পাওয়াকে বলে-Equinophobia.
ময়লা এবং জীাবনু দেখে ভয় পাওয়াকে বলে-mysophobia.
সাপ দেখে ভয় পাওয়াকে বলে-Ophidiophobia.
গতি দেখে ভয় পাওয়াকে বলে- tachophobia.
ঘুম ভয় পাওয়াকে বলে-Somniphobia.
গোলযোগ ভয় পাওয়াকে বলে-Acousticophobia.
আগন্তুক বা বিদেশি দেখে ভয় পাওয়াকে বলে-Xenophobia
আগুন দেখে ভয় পাওয়াকে বলে-Pyrophobia.
অনেক মানুষের ভীড় দেখে ভয় পাওয়াকে বলে-Agoraphobia
অন্ধকার দেখে ভয় পাওয়াকে বলে-Nyctophobia.
বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাওয়াকে বলে-Astraphobia.
রাত দেখে ভয় পাওয়াকে বলে-Noctiphobia.
বিড়াল দেখে ভয় পাওয়াকে বলে-Elurophobia
গাছ-গাছালিতে ভয় পাওয়া-Dendrophobia.
No comments:
Post a Comment