নারী সম্পর্কে অজনা তথ্য
ক.ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে এমন নারীরা তার পুরো জীবনে গড়ে ৪-৯ পাউন্ড অর্থাৎ ১.৮ কেজি থেকে ৪ কেজি। লিপস্টিক খেয়ে ফেলে।
খ. নারীদের সামান্য শব্দে ঘুম ভেঙে যায়।বাচ্চারা নড়াচড়া করা মাত্রই তাদের ঘুম ভেঙে যায়।
গ. পুরুষেরা মিনিটে ১১ বার পলক ফেলে আর নারীরা পলক ফলে ১৯ বার।
ঘ. প্রথম প্রোগ্রামার ছিলেন একজন নারী।নাম অ্যাডা লাভলাস।
ঙ.পুরুষের তুলনায় নারীরা গড়ে প্রতিদিন ১৩০০ শব্দ বেশি বলে।
আরো কিছু তথ্য
১.পুরুষের চেয়ে নারীরা সিদ্ধান্ত নিতে দেরি করে।
২.নারীরা কপালে চুম্বন দিতে বেশি পছন্দ করে ।
৩. ১৯২৪ সালে নারীরা প্রথম অলিম্পিকে আইস স্কেটিং খেলার সুযোগ পায়।
৪. মানুষের আবেগ বুঝতে পারার ক্ষমতা নারীদের বেশি থাকে।
৬. নারীদের স্মরণশক্তি বেশি থাকে।
৬.ঐ পুরুষের প্রতি নারীরা দূর্বল থাকে যা তার খেয়াল রাখে।
৭.নারীদের দৃষ্টি বেশি কালারফুল।
৮.সুস্থ ও মিডিয়াম স্বাস্থ্যের নারীরা বেশি সুন্দরী হয়ে থাকে।
৯.এ পর্যন্ত ৫৮ জন নারী নোবেল পুরষ্কার পেয়েছেন (১৯০১ -২০২০)।
১০.নারীরা ঐ সকল পুরুষের প্রেমে আকৃষ্ট হয় যারা মজা করে কথা বলতে পারে, হাসাতে পারে ও প্রেমালাপ জমাতে পারে।
১১. প্রতি ৯০ সেকেন্ডে একজন নারী মারা যায় হয় গর্ভাবস্থায় অথবা সন্তান প্রসবের সময়।
১২. এক জরিপে দেখা গেছে ২০১৯ সাল পার পৃথিবীতে ১৯.২ মিলিয়ন নারী HIV Aids আক্রান্ত।
১৩. ষোলো শতাব্দীর দিকে উঁচু জুতা (হিল) নারীদের জন্য নতুন ফ্যাশন হয়ে উঠে।
১৪.চেহারা চিনতে পারার ক্ষমতা পুরুষের চেয়ে নারীদের বেশি থাকে।
১৫.শিশুদের চেহারা চিনতে পারার ক্ষমতাও নারীদের বেশি থাকে।
নারীরা মায়ের জাতি।তাদের সম্মান করুন। সকল প্রকার কটূক্তি থেকে বিরত থাকুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment