বিশ্ব এর ইতিহাস সম্পর্কে জ্ঞান
বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান
১. ইরানের পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ পারস্য
২.পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল?
উত্তরঃ ইন্দোনেশিয়ার অধীনে।
৩.ইন্ডিয়ান জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:১৮৮৫ সালে।
৪.আরব বসন্ত বলে কী বোঝানো হয়?
উত্তর:আরবের বিভিন্ন দেশকে বোঝানা হয়?
৫.মাদার তেরেসার জন্ম কোথায় হয়েছিল?
উত্তর: মেসিডোনিয়াতে।
৬.কোন দেশটি দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
উত্তর: (তুরস্ক)দুটি মহাদেশের অন্তর্ভুক্ত। ।
৭.ভারতের অঙ্গরাজ্য মোট কয়টি?
উত্তর:২৮টি অঙ্গরাজ্য।
৮.চীনে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে?
উত্তরঃ চীনে দ্বৈত অর্থনীতি চালু আছে।হংকং এর অর্থনীতি চালুর রাখার জন্য।
৯.নেপাল দেশটির সর্বশেষ রাজার নামকী?
উত্তর: জ্ঞানেন্দ্র।
১০.কর্ণারস্টোন অব পিস কোথায় অবস্থিত?.
উত্তর: ওকিনাওয়া, জাপান
১১.আরবরা স্পেনকে কী নামে অভিহিত করতো?
উত্তর:আইবেরিও উপদ্বীপ নামে।
১২.গ্রীনল্যান্ড কোন দেশের মালিকানায়?
উত্তর:ডেনমার্কের।
দ্বিতীয় ভাগ
১.সবচেয়ে প্রাচীন যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম কী?
উত্তর:মেসোপোটেমিয়া সভ্যতা।
২.বিশ্বের সবচেয়ে পুরনো ভাষার নাম কী?
উত্তর: হীব্রু হলো প্রাচীন ভাষা।
৩.পুরো সপ্তাহের দিনকে সাত দিনে ভাগ করে দিয়েছিল কারা?
উত্তর:ক্যালডীওরা।
৪.প্রথম কোথায় লিখিত আইন তৈরি করা হয়েছিল?
উত্তর:ব্যাবিলনে।
৫.গনতন্ত্রের জন্ম হয় যে দেশে সে দেশের নামটা কী?
উত্তর: (গ্রীস) হলো গনতন্ত্রের আতুর ঘর।
৬.ইতিহাস এর পিতার নাম কী?
উত্তর:হেরোডোটাস
৭.রোমান সম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটান কে?
উত্তর:সম্রাট কন্সট্যানটাইন।
৮.এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কতগুন বড়?
উত্তর:সারে চার গুন
৯.ধূমপান মুক্ত দেশের নাম কী?
উত্তর: ভূটান।
১০.পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কবে?
উত্তর: ১৯৬১সালে ভাগ হয়।
১১..পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কবে?
উত্তর:৩ অক্টোবর ১৯৯০ সালের।
১২.কোন কোন দেশের সরকার প্রধানকে "চ্যান্সেলর" বলা হয়?
উত্তর:জার্মানি ও অস্ট্রিয়া।
১৩.অলিখিতসংবিধান কোন দেশটির?
উত্তর:যুক্তরাজ্যের।
১৪.কোন দেশের সংবিধান ও সংসদ নেই?
উত্তর:সৌদি আরবের।
১৫.সংসদীয় গনতন্ত্রের উৎপত্তি কোন দেশে?
উত্তর:ইংল্যান্ড।
১৬.ইউরোপের রেনেসাঁর শুরু কবে?
উত্তর:চতুর্দশ শতাব্দীতে।
তৃতীয় ভাগ
১.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা?
উত্তরঃএশিয়া।
২.হিটলারের রাজনৈতিক দলের লোক কী?
উত্তর: Nazi Party.
৩.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে হলে নূন্যতম কত ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর:২৭০টি।
৪.মাওরি কোন দেশের অধীবাসী?
উত্তর:নিউজিল্যান্ডের।
৫.যে দেশটির অধিকাংশ মানুষ যাযাবর?
উত্তর:মঙ্গোলিয়া।
৬.প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদের নাম কী?
উত্তর:মারিয়ানা ট্রেঞ্চ।
৭.পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র এর সংখ্যা কয়টা?
উত্তর:১৯৫টি।
৮.পৃথিবীতে মোট গনতান্ত্রিক রাষ্ট্র কয়টি?
উত্তর:১২২টি।
৯.সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নামটা কী?
উত্তর:দক্ষিণ সুদান।রাষ্ট্রটি ৯ জুলাই ২০১১ সালে স্বাধীন হয়।
১১.সার্কভুক্ত কোন দেশে ইউনিভার্সিটি নাই?
উত্তর:মালদ্বীপে।
১২.চীনের দুঃখ নামে পরিচিতের কোন নদী?
উত্তরঃহোয়াংহো নদী।
১৩.সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন মহাদেশে?
উত্তরঃএশিয়া মহাদেশে।
১৪.কারবালার বর্তমান অবস্থান কোথায়?
উত্তর: ইরাকে।
১৫.দক্ষিণ আফ্রিকাতে কত বছর শেতাঙ্গরা শাসন করেছে?
উত্তর:৩৪২ বছর
১৬.হোয়াংহো নদী কোন পর্বত থেকে এসেছে?
উত্তর:কুনলুন পর্বত।
১৭.হোয়াইট হাউজের স্থপতির নাম কী?
উত্তর:জেমস হোবান।
১৮.মাইক্রোনেশিয়া শব্দের অর্থ কী?
উত্তর:ক্ষুদ্রদ্বীপ।
১৯.শেতাঙ্গদের কবরস্থানের নাম কী?
উত্তর:গিনিকোস্ট।
২০.ইস্ট লন্ডন কোথায় অবস্থিত?
উত্তর:দক্ষিণ আফ্রিকায়।
২১.হোয়াই রাশিয়া বলা হয় কাকে?
উত্তর:বেলারুশকে।
২২.গোবী মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর:চীনে।
২৩.মানব সভ্যতা শুরু হয় কোন পেশা থেকে?
উত্তর:কৃষি জাতীয় পেশা।
২৪.সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কোন দেশে?.
উত্তরঃমালদ্বীপে।
২৫.বান্দুং শহরটা কোথায়?
উত্তর:ইন্দোনেশিয়া।
No comments:
Post a Comment