মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ প্রশ্ন
Bpsc Mechanical Engineering mcq question
বিগত সালের সকল সরকারি চাকরির পরীক্ষায় আসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পেতে ক্লিক করুন
১. চলমান অবস্থায় বস্তুর পৃষ্ঠে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়?
উত্তর: ডাইনামিক ফ্রিকশন।
২.ইলাস্টিক জাতীয় কোন বস্তুর প্রতিস্থাপন সহগ কত?
উত্তর: ০-১
৩.যদি দুইটি সমান বলের মাত্রা যে কোনো একটি বলের সমান হয়, তাহলে দুটি বলের মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হবে
উত্তর: ১২০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে।
৪.লম্ব অক্ষ বরাবর বৃত্তাকার কোন বস্তুর মোমেন্ট অব ইনারশিয়ার ফর্মূলা কোনটা?
উত্তর: πD4/32
৫. যদি একটি মসৃন সিলিন্ডার একটি কনভেক্স বা উত্তল পৃষ্ঠের উপরট শুয়ে রাখা হয় তবে কোন ধরনের ভারসাম্য তৈরি হবে?
উত্তর: অস্থিতিশীল ভারসম্য।
৬.কৌণিক ত্বরণের একক কী?
উত্তর: rad/s২
৭.রৈখিক গতির সমীকরণ কোনগুলো?
উত্তর: v=u+at, v২=u২+2as, v=ut+1/2at২
৮.টরশনাল পেন্ডুলামের কম্পাংকের ফর্মূলা?
উত্তর: r/2nk√g/I
৯.প্রজেক্টাইলের রেঞ্জ সর্বোচ্চ হয় কখন?
উত্তর: যখন angle of projection 45° ডিগ্রি হয়।
১০.স্ট্যাটিং ফ্রিকশন সর্বদা ডায়নামিক ফ্রিকশন থেকে বড় হয়।
১১.সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটি বলের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে?
উত্তর: 0° থেকে 180°
১২.The path of the projectile is-----
Ans:A Parabola.
১৩.রেডানডেন্ট ফ্রেম এর অপর নাম কী?
উত্তর:Imperfect Fram.
১৪.একটি ইউনি ফর্মের পাতলা রডের জড়তার ভ্রামকের ভর M এবং দৈর্ঘ্য (l) এর মধ্যবিন্দু এবং এর দৈর্ঘ্যের সাথে লম্বের ফর্মূলা?
উত্তর: 1/12MI^২
১৫. এক জুল সমান?
উত্তর: one joule/second.
১৬.কোন বস্তুর ভর ঐ বস্তুর যে কেন্দ্র বরাবর কাজ করে তাকে কী বলে?
উত্তর: সেন্টার অব গ্রাফিটি।
১৭.স্কেলার রাশি কোনগুলি?
উত্তর: ভর,দৈর্ঘ্য,গতি,দূরত্ব, কাজ,ক্ষমতা, শক্তি।
১৮.ভেক্টর রাশি কোনগুলো?
উত্তর: বল,ভেলোসিটি,ওজন,ঘর্ষন,মোমেন্ট, ডিসপ্লেসমেন্ট।
১৯.একটি আইডিয়াল মেশিনের যান্ত্রিক সুবিধাসমূহ বেগ অনুপাতের সমান হবে।
২০.কোন বস্তুর দূর কৌণিক বেগের ফর্মুলা কোনটা?
উত্তর:2πn/60
২১.ভর উত্তলন মেশিনের সর্বোচ্চ কর্মদক্ষতা কত?
উত্তর: 1/m×v.r
২২.ভারসম্যের শর্ত কয়টি?
উত্তর:তিনটি।
২৩.ভারসম্যের শর্তগুলো কী কী?
উত্তর: £Fx=0, £Fy=0, £M=0
২৪.মোমেন্ট কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
২৫. অক্ষের সাথে থ্রেটা কোণ বিশিষ্ট কোন একটি বলকে সর্বোচ্চ কয়টা উপাংশে বিভক্ত করা যায়?
উত্তর: দুটি উপাংশে।
২৬. ভারকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হয়?
উত্তর: যদি কোন অক্ষ দেয়া না থাকে।
২৭.পোলার মোমেন্ট অব ইনার্শিয়ার ফর্মূলা কী?
উত্তর: Izz =Ixx+Iyy
২৮.ঘর্ষণকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুই ভাগে ভাগ করা যায়।
২৯.ঘর্ষণ সহগ কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
৩০.মোমেন্ট অব ইনার্শিয়ার একক কোনটা?
উত্তর:CM^4
৩১. যান্ত্রিক শক্তিকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তর:দুই ভাগে।
৩২.সম্পাদিত কাজের সূত্র কোনটা?
উত্তর: গড়ে বল×সরণ
৩৩.এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট?
উত্তর:৭৪৬ ওয়াট।
৩৪. মোমেন্ট এর ফর্মূলা কোনটি?
উত্তর:বল×লম্ব দূরত্ব।
৩৫. ঘর্ষণ সহগ এর ক্ষেতে কোনটার মান কম হয়?
উত্তর:
৩৬. ঘর্ষণ কোণ ২০° হলে ঘর্ষণ সহগ কত?
উত্তর: ০.৪
৩৭. ত্রিভুজের ভূমির সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়ার সূত্র কোনটা?
উত্তর:bh^3/12
৩৮. ত্রিভূজের ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া?
উত্তর: bh^3/36
৩৯. ত্রিভুজের শীর্ষবিন্দু বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া
উত্তর: hb^3/4
No comments:
Post a Comment