আরব (Arab) শব্দের অর্থ কী 

Arab এর  বহুবচন Arabes.

প্রাচীন  ফ্রান্স ভাষায়  Arabi, ল্যাতিনে Arabs,গ্রীক ভাষায় বলা হয় araps.

এবং হীব্রু(Hebrew) ভাষায় arabha  বলা হয়। যার অর্থ "মরুভূমি"। 

meaning of Arab


কাদের অ্যারাবিয়ান (Arabian) বলা হয়?

যারা মরুভূমি বা মরু এলাকার অধিবাসী তাদেরকে অ্যারাবিয়ান বলা হয়।বাচনভঙ্গির দিক দিয়ে, যারা অ্যারাবিক ভাষায় কথা বলে তাদেরকেও অ্যারাবিয়ান বলা হয়।

অ্যারাবিয়ান দেশগুলোর নাম

আরব রাষ্ট্রগুলোর জোট আরবলীগ যা ১৯৪৫ সালে মিশরের কায়রোতে তৈরি হয়েছিল।আরবলীগের সদস্য  মোট ২২টি।আর পর্যবেক্ষণ রাষ্ট্র ছয়টি।  আরব রাষ্টগুলোর নামসমূহ: আলজেরিয়া, বাহরাইন, মিশর,জিবুতি,কমোরোস,ইরাক,জর্ডান,কুয়েত, লেবানন,লিবিয়া,মৌরিতানিয়া,মরক্কো,ওমান,প্যালেস্টাইন,কাতার,সৌদি আরব,সোমালিয়া,সুদান,সিরিয়া,তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।


Post a Comment

নবীনতর পূর্বতন