Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২২/০৩/২০২২

রিসেপশনিস্ট কাম অফিস সহকারী প্রশ্ন সমাধান।BCSIR question

বিসিএসআইআর এ অফিস সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২


 সন্ধিবিচ্ছেদ করুন 

সিংহাসন = সিংহ+আসন

নিষ্কর= নিঃ+কর

সন্ধি= সম+ধি

কৃষ্টি= কৃষ্+তি

শিরশ্ছেদ =শিরঃ+ছেদ


বিপরীত শব্দ 

সৌম্য= উগ্র 

দুর্জন = সজ্জন

ঐক্য= অনৈক্য 

উৎকর্ষ = অপকর্ষ

সুশীল = দুঃশীল


সমার্থক শব্দ লিখন

সমুদ্র = সাগর,রত্নাকর, সিন্ধু, জলধি,অর্ণব,বারিধি, পারাবার


রাত= নিশা, যামিনী, রজনী,শর্বরী, ক্ষপা

অরণ্য= বিপিন,কানন,কুঞ্জ, জঙ্গল,বন,অটবি,কান্তার 

পৃথিবী= বসুন্ধরা, মহৎ,ক্ষিতি,ধরিত্রী,মেদিনী, বসুধা,বসুমতী, জগৎ 

সূর্য= প্রভাকর, দিবাকর,তপন,রবি,ভাস্কর,আদিত্য, অরুন,সবিতা,কিরণমালী,দিনেশ,ভানু অর্ক


নবান্ন উৎসব সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখুন 


Write a short paragraph about Independence day.


English 

He was absent in the class (make it positive)

Ans: He was not present in the class.


DO or Die ( make it complex) 

Ans: if you will not so it, you will die probably. 


Had i the wings of a dove ( make it assertive)

Ans: I wish i had wings of a dove.


Karim is the best boy in the class ( make it positive)

Ans: No other boy in the class is as good as he.


 Rome was not built in a day ( change the voice)

Ans: Romans did not built Rome in a day.


Make sentence rearranging words

A) Doing,what,youu, at, the, are,moment.

Ans: what  are you doing at the moment.


B) mothers, is, international,21,February,  day,the.

Ans: 21 February is the international mothers language day.


C) know,do,picture, you,how,draw,to,a

Ans: Do you know How to draw a picture. 


d)Poetry, I, Jasim,like, the,of, Uddin. 

Ans: I like the poetry of the Jasim Uddin. 


E) your, keep,always, cool,head.

Ans: keep always your head cool.



এক কথায় উত্তর 

ক) হাইব্রিড গাড়ির জ্বালানি হিসাবে কী ব্যবহার হয়?

উত্তর: ব্যাটারি ও ডিজেল 

খ. জৈব প্রযুক্তি কাকে বলে?

উত্তর: যে প্রযুক্তির সাহায্যে কোন অনুজীব না জীব কোষ থেকে তার অংশবিশেষ নিয়ে নতুন বৈশিষ্ট্যের কোন জীব উদ্ভাবন করা হয় তাকে জৈব প্রযুক্তি বলে।

গ.Google কী?

উত্তর:  একটি সার্চ ইঞ্জিন। 

ঘ. রংপুর ও দিনাজপুর মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরে ছিল?

উত্তর: ৬ ও ৭ নং সেক্টর 

ঙ. জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম কী?

উত্তর: ইউনিসেফ, ইউএনডিপি,খাদ্য ও কৃষি সংস্থা, এবং বিশ্বব্যাংক

চ. SDG এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Sustainable Development Goals. 

ছ. বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে ছিলেন?

উত্তর: লাহোর থেকে ৮০ মাইল দূরের লায়ালপুর শহরের কারাগারে। বর্তমানে শহরটির নাম রাখা হয়েছে ফয়সালাবাদ।

জ. বঙ্গবন্ধুর লেখা তিনটি বইয়ের নাম লেখ।

অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারে রোজনামচা 


ঝ. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়

উত্তর: মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়


ঞ. কম্পিউটার কম্পোজ ডকুমেন্ট সেভ হয় কীভাবে?

উত্তর: ফাইল মেনুতে গিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেভ এজ অপশন আসবে।ফাইল নাম দিয়ে সেভ করতে হবে। সর্ট কটে করতে গেলে কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস বাটন চাপতে হবে।

ট. বিসিএসআইআর এর পূর্ণ রুপ কী 

উত্তর: Bangladesh Council of scientific and industrial Research.