কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ এ সিপাহী পদের নিয়োগ প্রশ্ন সমাধান 


Customs, Vat Department  security constable niog question solution 

Correct sentence 

A. I heard her (sing)

Ans: Singing 

B. She (come) of a respectable family. 

Ans: Comes


C. I have (have) a headache 

Ans: had


D. My younger daughter is looking forward to (meet) her grandmother 

Ans: meeting 

E. Food should be kept (cover)

Ans: Covered 


Fill in the blank 

A. He succumbed --- his injuries. 

Ans: To

B. We should adhere ---- the Truth. 

Ans: To

C. I am grateful ----- your help. 

Ans: To

D. She is fit ----- the position. 

Ans: for

E. He is anxious ----- his sons safty.

Ans: of



সন্ধিবিচ্ছেদ করুন 

ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত

ভাবুক = ভৌ+উক

ব্যার্থ= বি+অর্থ 

ষোড়শ =ষট্+দশ

ইতোমধ্যে =ইতঃ+মধ্যে


বাগধারা 

গোঁফ খেজুরে= নিতান্ত অলস।

পায়াভরী= দাম্ভিক 

চাঁদের হাট=  আনন্দের প্রাচুর্য 

ঢেঁকির কুমির= অপ্রয়োজনীয় 

থই থই করা= পরিপূর্ণ হওয়া


এক কথায় প্রকাশ 

চৈত্র মাসের ফসল= চৈতালী 

সমুদ্রের ঢেউ= ঊর্মি

ভবিষ্যত ভেবে যে কাজ করে না= অবিমৃষ্যকারী 

প্রকাশিত হবে এমন= প্রকাশ্য

মৃতের মত অবস্থা = মুমূর্ষু 

শুদ্ধ বানান 

অশুদ্ধ ----------শুদ্ধ 

বিভিষীকা= বিভীষিকা 

বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী 

নীরিক্ষন = নিরীক্ষণ 

মূমুর্ষু= মুমূর্ষু 

আদ্যোক্ষর = অদ্যোক্ষর


সাধারণ জ্ঞান 

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্কের নাম কী?

উত্তর: মাউন্ট এভারেস্ট 


উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত? 

উত্তর: সাউথ আফ্রিকা 

AIDS এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Acquired immunodeficiency syndrome. 


সার্স কী?

উত্তরঃ এক ধরনের ভাইরাস 


গীতাঞ্জলি কাব্য কার লেখা? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের

রাতকানা রোগ হয় কেন?

উত্তর: ভিটামিন-এ এর অভাবে।


কোন মুসলিম বীর প্রথম সিন্ধু বিজয় করে? 

উত্তর: মোহাম্মদ বিন কাশেম। 

বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 

উত্তর: ২৬ মার্চ 

লুভ্যর মিউজিয়াম কোথায় অবস্থিত? 

উত্তর: ফ্রান্সের রাজধানী প্যারিসে


ছয়দফা কে উত্থাপন করেন? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 


রণ সঙ্গীত কার লেখা? 

উত্তর: কাজী নজরুল ইসলাম এর।


বাংলাদেশ কবে ওআইসি সদস্য হয়?

উত্তর: ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারী ।


পানিকে বরফে পরিণত করলে আয়তনের কী পরিবর্তন হয়? 

উত্তর: ঘনত্ব ও আয়তন বাড়ে।

বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রের নাম কী?

উত্তর: ভ্যাটিকান সিটি।


Previous Post Next Post