অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী প্রশ্ন সমাধান ২০২২
তথ্য অধিদফতরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী প্রশ্ন সমাধান ২০২২
PID jobs question solution 2022, press inform Department exams question solution 2022, office assistant and cleaner jobs question solution
সন্ধিবিচ্ছেদ করুন
ষষ্ঠ =ষষ্+থ
সঞ্চয়= সম্+চায়
শীতার্ত =শীত+ঋত
বনৌষধি =বন+ঔষধি
নায়ক=নৈ+অক
বাগধারা অর্থ লিখুন
চিনির পুতুল= পরিশ্রম কাতর
সাক্ষী গোপাল= নিষ্ক্রিয় দর্শক
অকুল পাথার= ভীষণ বিপদ
রাবনের চিতা= চির অশান্তি
তামার বিষ= অর্থের কূপ্রভাব
এক কথায় প্রকাশ
কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ
যা পূর্বে ছিল এখন নেই= ভূত পূর্ব
উভয় হাত সমানতালে চলে যার = সব্যসাচী
নিন্দা করার ইচ্ছা= জুগুপ্সা
যা বালকের মধ্যে সুলভ= বালসুলভ
Fill in the blank
He is capable ----- doing it.
Ans: for
Nazrul is ----- Byron of Bangladesh
Ans: A
He is good ---- mathematics.
Ans: At
The sky is ---- Us
Ans: Above
What is the time----- your watch?
Ans: By
Translate into English
আমি যদি ধনী হতাম= If i were a rich man.
ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত - Dhaka is situated by Buriganga river
দেশপ্রেম একটি মহৎ গুন = Patriotism is a Nobel virtue.
নিরক্ষরতা একটি অভিশাপ = Illiteracy is a curse.
আমি সাঁতার কাটতে জানি= i know how to swime.
Phrase এর বাংলা অর্থ লিখন
At home= আরাম
For good= চিরকাল
Black and whites= লিখিত
Cats and dogs= মুষলধারে
A round Dozens = পূর্ণ
পূর্ণ লিখন
PID= Press inform Department.
SDG= Sustainable Development Goals.
সাধারণ জ্ঞান
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তরঃ ভূটান
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি
জাতীয় শিশু দিবস কত তারিখে উদযাপিত হয়?
উত্তর: ১৭ মার্চ।
অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা গ্রন্থ।
মুক্তিযুদ্ধে বীরসূচক অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?
উত্তর: ৭ জনকে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: তাজউদ্দীন আহমেদ
ছয়দফা উত্থাপিত হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে।
শহীদ মিনারের নকশাকার কে?
উত্তর: হামিদুর রহমান
No comments:
Post a Comment