ইনফরমেশন অফিসার/ফটোগ্রাফার/কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২২
তথ্য অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদের নিয়োগ প্রশ্ন সমাধান
অতিক্রম করা যায় না যা- দুরতিক্রম্য
জেনেও যে পাপ করে- জ্ঞানপাপী
যে গাছের বিস্তর ছায়া হয়- ছায়াতরু
ভোজন করতে চায় যে =বুভুক্ষু
শত্রুকে যিনি বধ করেছেন = শত্রুঘ্ন
fill in the Gap
The tiger was killed by the hunter------ a gun.
Ans: with
He is ----- one eyed man.
Ans: an
He is Proud ------- his blue blood.
Ans: of
We have seen ------ TajMahal.
Ans: the
Do not Smile ---- poor.
Ans: At
শুদ্ধ বানান লিখন
অশুদ্ধ ----------শুদ্ধ
সৌজন্যতা ------- সৌজন্য
খ্রীস্টাব্দ -------- খ্রীষ্টাব্দ
মনথর ------- মন্থর
শিরশ্চেদ----- শিরশ্ছেদ
প্রযুজ্য --- প্রযোজ্য
Translate in bangla
The worlf is like looking glass. If you smile, it smiles, if You frown, it frowns back, if you look at it through a red glass all seems, red and rosy.if a blue, all blue. If through smoked one, all dull and dirty.
পৃথিবীটা আয়নার মত।তুমি হাসলে, সে হাসবে।তুমি ভ্রুকুটি করলে সেও ভ্রুকুটি করবে।তুমি যদি একটি লাল কাঁচের মধ্যে দিয়ে তাকাও, সবকিছু রঙিন মনে হবে। যদি নীল হয় সবকিছু নীল দেখাবে।যদি ধোঁয়া ছাড়ো সবকিছু ধোঁয়াশা ও নোংরা লাগবে।
সাধারণ জ্ঞান
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: কামরুল হাসান
আমার দেখা নয়া চীন কার লেখা?
উত্তর: গ্রন্থটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ৪ নভেম্বর ১৯৭২ সালে।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটা?
উত্তর: ইরাক
মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা কত নং সেক্টরে ছিলেন?
উত্তর: ২ নং।
সংরক্ষিত আসনসহ জাতীয় সংসদে কত আসন রয়েছে?
উত্তর: ৩৫০ টি।
Let there be light চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর: জহির রায়হান।
জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা?
উত্তর: সৈয়দ শামসুল হক
বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম কী?
উত্তর: আইভি রহমান ( নারায়ণগঞ্জ)
পূর্ণ রুপ লিখন
SAARC= South asian Association for regional cooperation.
WHO= World health Organisation
LNG= Liquefied natural Gas.
UNHCR= United Nations high commissioner for refugees.
URL= uniform resource locator.
No comments:
Post a Comment