নাথুুলা পাস

উত্তর: নাথুলা পাস ভারত ও চীনকে সংযুক্ত করেছে। ভারতের সিকিম ও চীনের তীব্বতের মধ্যে সংযোগ স্থাপনকারী পাহাড়ি পথ হলো নাথুলা পাস।১৯৬২ সালের দিকের চীন ভারত যুদ্ধকালে এটি পথ বন্ধ ছিলো।পরে একই বছর কতগুলো বানিজ্যিক চূক্তি হওয়ার পর এটি আবার চালু হয়।

Previous Post Next Post