OCGA jobs question solution 22
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রুপ দেখিতে চাই না আর-কার লেখা?
উত্তর: জীবনানন্দ দাশ
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় --চরণটির রচয়িতা কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: আগুনের পরশমণি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী
সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ?
উত্তর: উপন্যাস
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র কে সম্পাদনা করেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান
ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
বাংলা স্বরবর্ণ কয়টি?
উত্তর: ১১ টি
যুক্তাক্ষর দ্ধ কোন দুটি বর্ণ রয়েছে?
উত্তর: দ্+ধ
কোনটি শব্দের আগে বসে?
উত্তর: উপসর্গ
কোনটি গুণবাচক
নিচের কোনটি গুণবাচক শব্দ?
উত্তর: মধুরতা
কোন শব্দটি তৎসম শব্দ?
উত্তর: জীবন
হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: আরবি
ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
উত্তর: ধাতু
সমাস ভাষাকে কী করে?
উত্তর: সংক্ষেপ করে
কোনটি উভয় লিঙ্গ?
উত্তর: সন্তান
কবিতা এর বহুবচন কোনটা?
উত্তর: কবিতাগুচ্ছ
ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদানে ৫মী
Out and Out means
Ans: thoroughly
The antonym of Recalcitrant
Ans: Compliant
আমার ক্ষুধা নাই এর ইংরেজি
Ans: I have no Appetite
Which one is Correct spelling?
Ans: Quorum
I Need some books,-----
Ans: Don't I
Whom do you want? (Change the passive voice)
Ans: Who is wanted by you?
We shall be blamed? এর active voice কোনটা?
Ans: Everyone will blame us
This is the man who went there. It is an ---Clause
Ans: Adjective
He Ran----- The field
Ans: Across
He has abhorrence ------ war.
Ans: To.
Neither Miley nor liley ----- Qualified for the job.
Ans: Is
Parcel means
Ans: Postage
Knowledge comes but wisdom lingers
Ans: Alfred Lord tennyson.
War and Peace কার লেখা?
উত্তর: Leo tolstoy
অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজি অনুবাদ কোনটা?
উত্তর: The Unfinished Memories
If He Runs Fast, He ---- win the prize.
Ans: Will
Come here এর Indirect Speech কোনটা?
উত্তর: He told me to go there.
Truth এর Adjective form কোনটা?
উত্তর: True
See শব্দের Noun কোনটা?
উত্তর: Sight
The verb of the word economy
Ans: Economize
জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো
উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঐতিহাসিক ছয়দফা কিসের সাথে তুলনা করা হয়?
উত্তর: ম্যাগনাকার্টা
১৯৭১ সালে কন্সার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: নিউইয়র্ক
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর: চারটি
সোস্যাল নেটওয়ার্ক টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০০৬ সালে।
বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?
উত্তর: মৌলভীবাজার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তর: ড. পিজে হার্টজ
বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
উত্তর: ১৯৯৭ সাল থেকে।
কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে?
উত্তর: ইংরেজি।
No comments:
Post a Comment