Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ওসিজিএ জুনিয়র অডিটর নিয়োগ প্রশ্ন সমাধান ২২

 OCGA jobs question solution 22


বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রুপ দেখিতে চাই না আর-কার লেখা?

উত্তর: জীবনানন্দ দাশ 


ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় --চরণটির রচয়িতা কে?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য 


কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? 

উত্তর: আগুনের পরশমণি 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে?

উত্তর: আবদুল গাফফার চৌধুরী 


সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? 

উত্তর: উপন্যাস 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র কে সম্পাদনা করেন? 

উত্তর: হাসান হাফিজুর রহমান 


ভাষার ক্ষুদ্রতম একক কী?

উত্তর: ধ্বনি 

বাংলা স্বরবর্ণ কয়টি?

উত্তর: ১১ টি

যুক্তাক্ষর দ্ধ কোন দুটি বর্ণ রয়েছে? 

উত্তর: দ্+ধ

কোনটি শব্দের আগে বসে?

উত্তর: উপসর্গ 

কোনটি গুণবাচক 


নিচের কোনটি গুণবাচক শব্দ? 

উত্তর: মধুরতা

কোন শব্দটি তৎসম শব্দ?

উত্তর: জীবন


হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

উত্তর: আরবি

ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

উত্তর: ধাতু

সমাস ভাষাকে কী করে?

উত্তর: সংক্ষেপ করে 


কোনটি উভয় লিঙ্গ? 

উত্তর: সন্তান 

কবিতা এর বহুবচন কোনটা?

উত্তর: কবিতাগুচ্ছ 

ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: অপাদানে ৫মী


Out and Out means 

Ans: thoroughly

The antonym of Recalcitrant

Ans: Compliant


আমার ক্ষুধা নাই এর ইংরেজি 

Ans: I have no Appetite 

Which one is Correct spelling? 

Ans: Quorum

I Need some books,-----

Ans: Don't I



Whom do you want? (Change the passive voice)

Ans: Who is wanted by you?

We shall be blamed? এর active voice কোনটা?

Ans: Everyone will blame us


This is the man who went there. It is an ---Clause 

Ans: Adjective 

He Ran----- The field

Ans: Across

He has abhorrence  ------ war.

Ans: To.


Neither Miley nor liley ----- Qualified for the job.

Ans: Is

Parcel means

Ans: Postage

Knowledge comes but wisdom lingers

Ans: Alfred Lord tennyson.


War and Peace কার লেখা?

উত্তর: Leo tolstoy


অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজি অনুবাদ কোনটা?

উত্তর:  The Unfinished Memories 

If He Runs Fast, He ---- win the prize.

Ans: Will


Come here এর Indirect Speech কোনটা?

উত্তর: He told me to go there.


Truth এর  Adjective form কোনটা?

উত্তর: True

See শব্দের Noun কোনটা?

উত্তর: Sight

The verb of the word economy 

Ans: Economize


জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো 

উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন 

ঐতিহাসিক ছয়দফা কিসের সাথে তুলনা করা হয়?

উত্তর: ম্যাগনাকার্টা


১৯৭১ সালে কন্সার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর: নিউইয়র্ক 

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তর: সোনারগাঁও 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? 

উত্তর: চারটি


সোস্যাল নেটওয়ার্ক টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ২০০৬ সালে।

বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি? 

উত্তর: মৌলভীবাজার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? 

উত্তর: ড. পিজে হার্টজ

বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? 

উত্তর:  ১৯৯৭ সাল থেকে। 

কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? 

উত্তর: ইংরেজি। 



No comments: