ছেলেরা মেয়েদের দিকে কেন তাকিয়ে থাকে?
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে এটা হয়।কিন্তু মেয়েরা কেন তাকায় না? মেয়েরা যে তাকায় না তা নয়।তারাও ছেলেদের দিকে তাকায় তবে কম সময়ের জন্য। মেয়েরা ছেলেদের দিকে কম তাকায় কেন? কারণ ছেলেরা দীর্ঘ সময় তাকিয়ে থাকে তাই মেয়েদের তাকানোর প্রয়োজন পড়ে না। তাহলে ছেলেরা কেন বেশিবার তাকায়? কারণ ছেলেদের সাহস বেশি লজ্জা কম তাই।
চলুন এবার জেনে নেয়া যাক একজন ছেলে বা একজন মেয়ে তার জীবনের কত সময় ছেলে বা মেয়েদের দেখে কাটায়। এটা ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে তবে গড়ে একজন ছেলে একজন মেয়ের দিকে দিনের বিভিন্ন সময় ৪৩ মিনিট তাকায়।আর একজন মেয়ে মাত্র ১১ মিনিট তাকায়।
অর্থাৎ একজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের দিকে বছরে গড়ে ২৫৮ ঘন্টা তাকিয়ে থাকে। অর্থাৎ কেউ যদি ৭০ বছট বেঁচে থাকে তবে সে পরস্ত্রী দেখে ২ বছর কাটিয়ে দেয়।কারো কারো ক্ষেত্রে আরো বেশি হতে পারে।
No comments:
Post a Comment