Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

VTP Plant Process

 Vent Gas Treatment Plant কী

ভেন্ট গ্যাস ট্রিটমেন্ট  হলো বিশেষ প্রক্রিয়ায় দূরগন্ধ গ্যাসকে পরিশোধন পদ্ধতি।VTP প্লান্ট সাধারণত কলকারখানা, ইন্ডাস্ট্রি বিশেষ করে বায়োলজিক্যাল ইটিপি (Effluent Treatment Plant)  তে ব্যবহার হয়।Biological ETP Plant এ গরুর গোবর ব্যবহার করা হয়।গোবিষ্ঠাকে ট্যাংকে রেখে অক্সিজেন দিয়ে স্লাজে রুপান্তর করে বিশেষ ব্যাকটেরিয়া তৈরি করা হয়।এই ব্যাক্টেরিয়া পানিতে মিশে থাকা পচনশীল কণা খেয়ে পানিকে পরিশোধন করে।তো ETP এর এসকল ট্যাংক থেকে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় যা খুবই দূর গন্ধ। তো VTP এর মাধ্যমে গ্যাসকে লবনে পরিনত করে গ্যাসের গন্ধ দূর করা হয়।

প্রথমে এয়ার ব্লোয়ার এর মাধ্যমে ট্যাংক থেকে গ্যাস টেনে তা একটি চেম্বারে আনা হয়। চেম্বারে NaOH বা কস্টিক সোডা পানি দিয়ে মেশানো থাকে।তো এই লিকুইড কস্টিক সোডা ট্যাংকের  উপর-নিচ রিসাইকেল হতে থাকে।হাইড্রোজেন সালফাইড গ্যাস কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে লবন+পানি তৈরি করে।ফলে দূরগন্ধ দূর হয়।

রাসায়নিক বিক্রিয়া

NaoH+H2S= NaSO4+ H20


No comments: