অতি গুরুত্বপূর্ণ আনকমন কিছু এক কথায় প্রকাশ
অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন = দুর্ভিক্ষ
পশ্চাতে গমন করে যে = অনুগামী
অন্বেষণ করার ইচ্ছা = অন্বেষা
আকাশ ও পৃথিবী এক কথায় কী হবে?
উত্তর: ক্রন্দসী
আলাপ করতে তৎপর = আলাপী
আলোচনার বিষয়বস্তু = আলোচ্য
উদ্দাম নৃত্য = তান্ডব
একই সময়ে বর্তমান = সমসাময়িক
এক থেকে আরম্ভ করে = একাদিক্রমে
একই সময়ে এর এক কথায় = যুগপৎ
স্ত্রীর বশীভূত হয় যে = স্ত্রৈণ
গোপন করার ইচ্ছা = জুগুপ্সা
চালচলনের উৎকর্ষ এক কথায়= সভ্যতা
চিত্রকর্মের কাঠামো = নকশা
ঢেউয়ের ধ্বনি এক কথায় = কল্লোল
নিজেকে যে বড় মনে করে = হামবড়া
পূর্বজন্ম স্বরণ করতে পারা এক কথায় কী বলে= জাতিস্মর
পুবের বাতাস = পুবালি
পুরুষানুক্রমিক = ঐতিহ্য
প্রিয় কথা বলে যে নারী = প্রিয়ংবদা
বেদ বেদান্ত জানেন যিনি বৈদান্তিক
মৃত্তিকা দ্বারা নির্মিত = মৃন্ময়
মধুর ধ্বনি = মধুরা
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না= বনস্পতি
যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
যা একইভাবে চলে= গতানুগতিক
যা সহজে জীর্ন হয় = সুপাচ্য
যা খাওয়ার যোগ্য = খাদ্য
যা চিবিয়ে /চর্বন করে খেতে হয় = চর্ব্য
যা চুষে খেতে হয়= চোষ্য
যা লেহন করে খেতে হয়= লেহ্য
যা পান করতে হয়= পেয়
যা বোপন করা হয়েছে = উপ্ত
যা বলা হয়েছে = উক্ত
জ্ঞানের সঙ্গে বিদ্যমান= সজ্ঞান
হরিণের চামড়া = অজিন
হাতির ডাক = বৃংহতি
যার কিছু নেই = অকিঞ্চন
Ek kothai prokash,mos important ek kothai prokash, খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, very important ek kothai prokash.
No comments:
Post a Comment