নাট-বোল্ট চেনার উপায়
আমরা যা জানবো
নাট বোল্ট চেনার উপায়
কোনটা নাট আর কোনটা বোল্ট?
নাট বোল্টের ফর্মূলা
নাট বোল্টের প্রকারভেদ
কত মিলি নাট চেনার উপায়
কত মিমি নাটে কত মিমি স্প্যানার ধরে।
আমরা জানি দুটি আলাদা বস্তুকে একে অপরের সাথে জোড়া দিতে নাট বোল্ট ব্যবহার করা হয়।
অসংখ্য প্যাঁচ কাটা যে লম্বা দন্ড তাকে বোল্ট (bolt) বলা হয়। বোল্ট স্ক্রু টাইপের যার গ্রুভ কাটা হেড থাকে। আর ছোট গোলাকার বস্তু যার ভিতরে থ্রেড কাটা হয় তাকে নাট(Nut) বলে।
নাট বোল্ট কি দিয়ে তৈরি হয়?
which materials use to make nuts-bolts
plastic, Titanium, Steels such as MS, SS and GI use to make nuts-bolts
নাট বোল্টে কীসের প্রলেপ দেয়া হয়
Coating of Nuts and Bolts
Zinc, Nickel, Chromium, chromate,Anodizing
Bolt এর শক্তি নির্নয়ের ফর্মূলা
খেয়াল করে দেখুন বোল্ট হেডের গায়ে। 4.8, 8.8, 12.9 লেখা থাকে। তো জেনে নিন এসব লেখা থাকার অর্থ কী?
এখানে 4.8 এর অর্থ হলো বোল্ট সর্বোচ্চ ৪০ কেজি ওজন নিতে পারবে। আর এই ওজনের ৮০% যাওয়ার সাথে সাথে বোল্ট Breaking Point এ চলে যাবে।
ঠিক একইভাবে ১২.৯ এর অর্থ বোল্ট ১২০ কেজি ওজন নিতে পারবে আর ৯০% ওজনে গেলে ব্রেকিং পয়েন্ট এ চলে যাবে।
বোল্টের শক্তি বা বল নির্নয়ের সূত্র
Force= 5×Totque Diameter
এখানে ফোর্স যদি Newton এ হয় তবে টর্ক ডায়ামিটারও নিউটন-মিটারে হবে।
ধরুন M12 বা 12mm বা 0.012 m বোল্টের টর্ক ডায়ামিটার বা টাইট সহ্যক্ষমতা 80 N-m তাহলে
Force=( 5×80)÷0.012
= 33333 N
বা 33333÷9.8
= 3401 kg
তো এবার জেনে নেয়া যাক
কত মিলি বোল্টে কত মিলি স্প্যানার বা রেঞ্জ দরকার হয়
M5 বা 5 mm বোল্টের জন্য 8 mm spanner লাগে।একইভাবে
M6- 10 mm
M8- 13 mm
M10- 17mm
M12- 19 mm
M16- 24 mm
M20- 30 mm
M24- 36mm
বিভিন্ন ধরনের নাট বোল্টের নাম ও ছবি
Different types of nut bolts and pic
Bolt names
1. Carriage bolt
2. U bolt
3. Hex bolt
4. Lag bolt
5. T head
6. Socket Head
7. Shoulder bolt
8. Penta head bolt
9. Round Head bolt
10. Flange bolt
11. Double end bolt
12. Machine Screws
Different types of Nut
No comments:
Post a Comment