BADC sub assistant engineer jobs question solution aug 2022
বিএডিসি উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল প্রশ্ন সমাধান ২০২২
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর গত ২৬ আগস্ট ২০২২ সালের এমসিকিউ প্রশ্নের সমাধান
Sub assistant engineer mechanical, sub assistant engineer electrical jobs solution of BADC
BADC Jobs solution
বাক্যের মৌলিক উপাদান কী?
উত্তর: শব্দ
কোনটি বিশেষ্য
উত্তর: অপশনে যা ছিল তাতে ভগ্ন একটি বিশেষ্য শব্দ।
কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরুষ্কার দেয়া হয়?
উত্তর: একুশে পদক
কোন বানানটি সঠিক?
উত্তর: মন্ত্রিপরিষদ
Who wrote beauty is truth, truth is beauty.
উত্তর: Keats
Which is superlative degree of Bad?
উত্তর: Worst
Which is not a flower?
Ans: Magnolia
The Rape of Bangladesh is written by
Ans: Anthony Mascarenhas
কোন সংখ্যাটি বৃহত্তম?
উত্তর: ০.১০০
a-1/a= 3 হলে a2+1/a2=?
উত্তর: ১১
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
উত্তরঃ ৯
৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদ কত?
উত্তর: ১ পয়সা
জাতীয় সংগীত রবীন্দ্রনাথ এর কোন গ্রন্থ থেকে নেয়া?
উত্তর: গীতবিতান
বাংলাদেশের টাকার জাদুঘর কোথায়?
উত্তর : ঢাকার মিরপুর
ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩য়
সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোথায়?
উত্তর: ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেয়া হয় কবে?
উত্তর: ৩ মার্চ ১৯৭১
মুজিব বর্ষের সময় কাল
উত্তর: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ।
জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: UNESCO
সম্প্রতি কোন দিবসকে গনহত্যা দিবস হিসাবে সরকার অনুমোদন করেছে?
উত্তর: ২৬ মার্চ
ইউনেস্কো-বাংলাদেশ " বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরষ্কার " যে বিষয়ে ঘোষিত হয়েছে
উত্তর: সৃজনশীল অর্থনীতি
কোনটি জমির লবনাক্ততা দূর করে?
অপশন অনুযায়ী "সেচ দিয়ে"
জাতিসংঘের কোন সংস্থা কৃষ ব্যবস্থা নিয়ে কাজ করে?
উত্তর: FAO
প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: ব্যবলিনীয় সভ্যতা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম প্রস্তাবনা কি?
উত্তর: দারিদ্র দূরীকরণ
বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম কী?
উত্তর: উপসাগর
পানির গভীরতা মাপার জন্য যে সার্ভে করা হয় তাকে কী বলে?
উত্তর: Sounding
দুটি বলের লব্ধি শূন্য হবে যখন বল দুটি
উত্তর: সমান ও বিপরীতমুখী হবে।
মোমেন্ট অব ইনার্শিয়ার একক কী?
উত্তরঃ kg.m2
Rynolds number কত হলে Flow Turbulent হয়?
উত্তর: <২০০০
একটি শ্যাফট ৩০০ rpm এর ৫ কিলোওয়াট পাওয়ার সঞ্চারিত করে ঐ শ্যাফটের টর্ক কত?
উত্তর:
Energy Consumption of 100 watt bulb for ten hours
Ans: 1 kw
Parallel circuit load বাড়লে সার্কিটে
উত্তর: কারেন্ট বৃদ্ধি পায়
১০ মিটার উঁচু থেকে কোন বস্তু পড়লে পড়ার সময় তার বেগ কত হবে?
উত্তর: ১৪ m/s
ট্রান্সমিশন লাইনের সার্জ ভোল্টেজ নির্ধারণে কোনটা ব্যবহার হয়।
উত্তর:
বৈদ্যুতিক ফিউজ এর রেটিং একক কি?
উত্তর:
Atmospheric pressure at sea level
Ans: 103 kpa
Which pump is suitable for small discharge and high Head.
Ans: Reciprocating Pump
1 hp = 75 kg.M/s
Contour lines of different elevation
Ans:
Bernouls Equation is applied for
Ans: Venturi Merter, Pitot tube, orifice
ডিজেল ইঞ্জিনের অপর নাম কি?
উত্তর: CI Engine
Leave a Comment