Black body

 কোন বস্তু যদি তাতে (বস্তুতে) পতিত তাপীয় বিকিরণ কোন কোন প্রকার  প্রতিফল বা বিচ্ছুরণ ছাড়া সম্পূর্ণ শোষণ করতে পারে তখন সে বস্তুকে কাল বস্তু বা ব্ল্যাক বডি বলে।ব্ল্যাক বস্তু তার নিজ তাপ ও তাপমাত্রা সম্পূর্ণভাবে বিচ্ছুরণ করতে পারে। একই পরিবেশে বিদ্যমান কালো বস্তু ও কালো নয় এমন বস্তুর থেকে দ্রুত তাপ শোষণ ও বর্জন করে।

ব্ল্যাক বডির নিঃসরণত্ব বা Emissivity  সর্বাধিক এবং 1 ধরা হয়।

কোন বস্তুর রং কালোর যত কাছাকাছি হবে সে বস্তু  ততো বেশি তাপ শোষণ ও বিকিরণ করবে।


নিঃসরণত্ব বা Emissivity নির্ণয়ের সূত্র 

নিঃসরণত্ব= বস্তু থেকে নিসৃত বিকিরণ / বস্তুতে পতিত বিকিরণ 


কোন মেটালে কত Emissivity 

ইস্পাতের নিঃসরণত্ব কত?

মসৃণ তলে ০.৯৭ আর অমসৃণ  তলে ০.০৮ 


ঢালাই লোহার নিঃসরণত্ব কত?

অমসৃন তলে 0.95 আর মসৃণ তলে ০.২১


অ্যালুমিনিয়ামের নিঃসরণত্ব কত?

উত্তর: অমসৃণ তলে ০.১১ আর মসৃণ তলে ০.০২৮


ব্ল্যাক বডি


Previous Post Next Post